ইরানের রেভ্যুলেশনারি গার্ডকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করতে ইউরোপীয়ান ইউনিয়নকে আহ্বান জানিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার।
রোববার (১১ জানুয়ারি) বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানা যায়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ গিডিওন সার লিখেছেন, ‘আমি জার্মান স্বরাষ্ট্র মন্ত্রী অ্যালেক্সান্ডার ডব্রিন্ডের সঙ্গে এই বিষয়ে আলোচনা করেছি। ইসরায়েল ভ্রমণে এসেছিলেন তিনি। তিনি বলেছিলেন, ইউরোপীয় ইউনিয়নে রেভ্যুলেশনারি গার্ডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করার সময় এসেছে এখন।’
তিনি বলেন, ‘জার্মানি দীর্ঘদিন ধরে এই অবস্থানে রয়েছে এবং এই বিষয়টির গুরুত্ব আজ সবার কাছে স্পষ্ট।’
যুক্তরাষ্ট্র, কানাডাসহ বেশ কিছু দেশ ইরানের রেভ্যুলেশনারি গার্ড সংগঠনটিকে ‘সন্ত্রাসী সংগঠন’ চিহ্নিত করেছে।
ইরানের এই রেভ্যুলেশনারি গার্ড বস্তুত অত্যন্ত প্রভাবশালী একটি সশস্ত্র বাহিনী, দেশের সর্বোচ্চ নেতার সঙ্গে যাদের সরাসরি সম্পর্ক আছে।
এই বাহিনীর প্রধান দায়িত্বই হলো ইরানের সাংস্কৃতিক বিপ্লবের ঐতিহ্যকে সমুন্নত রাখা এবং সে দেশের ইসলামিক সমাজব্যবস্থাকে রক্ষা করা।
১৯৭৯ সালে ইরানে ইসলামিক বিপ্লবের অব্যবহিত পরেই এই আইআরজিসি বাহিনী গড়ে তোলা হয়েছিল।
তারপর থেকে এই বাহিনী ক্রমশ ইরানের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক পরিমন্ডলে একটি বিরাট শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। তাদের নিজস্ব পদাতিক সেনা, নৌবাহিনী ও বিমানবাহিনী পর্যন্ত আছে।
রিভোলিউশনারি গার্ডস হাজার হাজার স্বেচ্ছাসেবী সদস্যকে নিয়ে গড়া একটি মিলিশিয়া বাহিনীকেও নিয়ন্ত্রণ করে, যাদের নাম বাসিজ রেজিস্ট্যান্স ফোর্স।