মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলার এখন আর সুরক্ষার প্রয়োজন নেই, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী তথা যুক্তরাষ্ট্র পাশে আছে।
রোববার (১১ জানুয়ারি) বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানা যায়।
এর আগে, গত সপ্তাহে ভেনেজুয়েলায় বিশেষ অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে বন্দি করে যুক্তরাষ্ট্র।
ট্রাম্প বলেন, ‘কিউবা বহু বছর ধরে ভেনেজুয়েলার তেল এবং অর্থের ওপর নির্ভর করে বেঁচে ছিল। এর বিনিময়ে তারা ভেনেজুয়েলার গত দুইজন স্বৈরশাসককে নিরাপত্তা পরিষেবা দিয়েছে। কিন্তু আর নয়।’
ট্রাম্প আরও বলেন, ‘গত সপ্তাহের মার্কিন হামলায় ওই কিউবানদের অধিকাংশেরই মৃত্যু হয়েছে। ভেনেজুয়েলার এখন আর সেই সব গুণ্ডা ও চাঁদাবাজদের থেকে সুরক্ষার প্রয়োজন নেই যারা দেশটিকে এতদিন জিম্মি করে রেখেছিল।’
‘ভেনেজুয়েলার সুরক্ষার জন্য এখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী তথা যুক্তরাষ্ট্র পাশে আছে।’