ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলনে প্রাণহানির সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা ‘হারানা’।
রোববার (১১ জানুয়ারি) রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মানবাধিকার সংস্থার পরিসংখ্যান ও ট্রাম্পের পরিকল্পনা যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা ‘হারানা’ জানিয়েছে, গত দুই সপ্তাহের অস্থিরতায় এখন পর্যন্ত ৪৯০ জন বিক্ষোভকারী এবং ৪৮ জন নিরাপত্তা কর্মীসহ মোট ৫৩৮ জন নিহত হয়েছেন। আটক করা হয়েছে ১০ হাজার ৬০০-এর বেশি মানুষকে। যদিও ইরান সরকার এখনো কোনো আনুষ্ঠানিক পরিসংখ্যান দেয়নি।
অন্যদিকে, ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার মার্কিন কর্মকর্তাদের পক্ষ থেকে ট্রাম্পকে ইরানের বিষয়ে করণীয় নিয়ে ব্রিফিং করার কথা রয়েছে। এর মধ্যে সামরিক হামলা, সাইবার যুদ্ধ, কঠোর নিষেধাজ্ঞা এবং আন্দোলনকারীদের অনলাইন সহায়তা দেওয়ার মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকতে পারে।
ইরানের পাল্টা হুমকি ও ইসরায়েলের সতর্কতা ইরানের পার্লামেন্ট স্পিকার ও বিপ্লবী গার্ড বাহিনীর সাবেক কমান্ডার মোহাম্মদ বাকের কলিবাফ ওয়াশিংটনকে কোনো ধরনের ‘ভুল হিসাব’ না করার বিষয়ে সতর্ক করে বলেছেন, ‘পরিষ্কারভাবে জেনে রাখুন, ইরানে কোনো আক্রমণ হলে অধিকৃত ভূখণ্ড (ইসরায়েল) এবং সমস্ত মার্কিন ঘাঁটি ও জাহাজ আমাদের বৈধ লক্ষ্যবস্তু হবে।’
এদিকে, সম্ভাব্য মার্কিন হস্তক্ষেপের শঙ্কায় ইসরায়েলি সামরিক বাহিনী সর্বোচ্চ সতর্কাবস্থায় (হাই অ্যালার্ট) রয়েছে। গত বছরের জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে ১২ দিনব্যাপী যুদ্ধের স্মৃতি এখনো টাটকা, যেখানে যুক্তরাষ্ট্র সরাসরি অংশ নিয়েছিল।