Monday 12 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরানে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক
১২ জানুয়ারি ২০২৬ ১৮:৩৮ | আপডেট: ১২ জানুয়ারি ২০২৬ ২১:১১

ইরানের পতাকা। ছবি: সংগৃহীত

ইরানে সাম্প্রতিক সহিংসতায় সাধারণ নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিহতের ঘটনায় দেশটিতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) বার্তাসংস্থা তাসনিমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, রোববার সন্ধ্যায় প্রেসিডেন্সিয়াল অফিস থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, নিহত ইরানিদের স্মরণে প্রেসিডেন্ট ও মন্ত্রিসভা এই শোক পালন করছে।

বিবৃতিতে বলা হয়েছে, আমেরিকা ও ইসরায়েলের মদদপুষ্ট গোষ্ঠীগুলোর বিরুদ্ধে প্রতিরোধ গড়তে গিয়ে যারা প্রাণ হারিয়েছেন, তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতেই এই রাষ্ট্রীয় শোক।

সরকার এই সহিংসতাকে ‘দায়েশ’ (আইএস)-এর কায়দায় চালানো বর্বরতা হিসেবে অভিহিত করেছে। তাদের মতে, বাসিজ স্বেচ্ছাসেবক এবং পুলিশ বাহিনীর ওপর চালানো এই হামলা নজিরবিহীন।

বিজ্ঞাপন

এই সহিংসতার পেছনে সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে বলে ইরান সরকার দাবি করেছে।

দাঙ্গাকারীরা রাজতন্ত্রের সমর্থনে বিভিন্ন শহরে সরকারি-বেসরকারি স্থাপনা ভাঙচুর, রাস্তা অবরোধ এবং প্রশাসনিক ভবনে হামলা চালিয়েছে। সরকার এই অপরাধীদের বিচারের আওতায় আনা এবং জনশৃঙ্খলা বজায় রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর