Wednesday 14 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরানে নিহতের সংখ্যা ২৪০০ ছাড়িয়েছে: মার্কিন সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক
১৪ জানুয়ারি ২০২৬ ১১:২০ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২৬ ১১:২৯

মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকারকর্মী সংবাদ সংস্থা (এইচআরএএনএ) জানিয়েছে, ডিসেম্বরের শেষের দিকে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে ইরানে কমপক্ষে দুই হাজার ৪০৩ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন।

বুধবার (১৪ জানুয়ারি) সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এইচআরএএনএর মুখপাত্র এ তথ্য নিশ্চিত করে বলেছেন, ১৮ বছরের কম বয়সী ১২ জন বিক্ষোভকারীও এই মৃত্যুর তালিকায় রয়েছে। এইচআরএএনএ তাদের সর্বশেষ আপডেটে আন্দোলন শুরুর পর থেকে কমপক্ষে ১৮ হাজার ১৩৭ জনকে গ্রেপ্তারের কথাও জানিয়েছে।

এইচআরএএনএ থেকে নিশ্চিত করা নতুন এই তথ্য মৃত্যুর সংখ্যাকে আরও একটি উল্লেখযোগ্য বৃদ্ধির দিকে ইঙ্গিত করে। তবে সিএনএন স্বাধীনভাবে সংস্থাটির পরিসংখ্যান নিশ্চিত করতে পারেনি।

বিজ্ঞাপন

যদিও ধারণা করা হচ্ছে, ইরানে চলমান ইন্টারনেট ব্ল্যাকআউটের পরিপ্রেক্ষিতে, প্রকৃত সংখ্যা অনেক বেশি হতে পারে।

এর আগে, মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিক্ষোভে নিরাপত্তা সদস্যসহ প্রায় দুই হাজার মানুষ নিহত হয়েছেন বলে রয়টার্সকে নিশ্চিত করে দেশটির এক কর্মকর্তা। টানা দুই সপ্তাহে দেশজুড়ে অস্থিরতা ও কঠোর দমন-পীড়নের পর ইরানি কর্তৃপক্ষের কোনো কর্মকর্তার পক্ষ থেকে সেটিই ছিল প্রথমবার বড় মৃত্যু সংখ্যার স্বীকারোক্তি।

আরও পড়ুন- বিক্ষোভে নিহতের সংখ্যা ২০০০ ছাড়িয়েছে: ইরানি কর্মকর্তা

বিজ্ঞাপন

বিশ্বকাপ এখন বাংলাদেশে
১৪ জানুয়ারি ২০২৬ ১১:২৮

আরো

সম্পর্কিত খবর