Wednesday 14 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন পড়ে নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক
১৪ জানুয়ারি ২০২৬ ১৩:৩২

উত্তর-পূর্ব থাইল্যান্ডে একটি যাত্রীবাহী ট্রেনের ওপর নির্মাণাধীন একটি ক্রেন ভেঙে পড়ে অন্তত ২২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৮০ জন।

বুধবার (১৪ জানুয়ারি) নাখন রাতচাসিমা প্রদেশের সিখিও জেলায় দুর্ঘটনাটি ঘটে। ট্রেনটি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে উবন রাতচাথানি প্রদেশের উদ্দেশ্যে যাচ্ছিল।

থাইল্যান্ডের পরিবহনমন্ত্রী ফিফাত রাতচাকিতপ্রাকর্ণ জানান, দুর্ঘটনার সময় ট্রেনটিতে ১৯৫ জন যাত্রী ছিলেন। নিহত ব্যক্তিরা ক্রেনের আঘাতে ক্ষতিগ্রস্ত ট্রেনটির তিনটি বগির মধ্যে দুটিতে অবস্থান করছিলেন। ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ট্রেনটি একটি রেল প্রকল্পের নির্মাণাধীন সাইটের নিচ দিয়ে যাচ্ছিল। এ সময় হঠাৎ ওপর থেকে একটি ক্রেন ধসে পড়ে ট্রেনের ওপর আঘাত হানে। এতে ট্রেনটি লাইনচ্যুত হয় এবং পরে স্বল্প সময়ের জন্য অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটে।

দুর্ঘটনার পর উদ্ধার তৎপরতা শুরু করে পুলিশ। হতাহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়। প্রাণহানির সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছে আইনশৃঙ্খলা বাহিনীটি।

ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় বাসিন্দা মিত্র ইন্ত্রপান্যা সংবাদ সংস্থা এএফপিকে জানান, সকালে তিনি প্রথমে একটি প্রচণ্ড শব্দ শুনতে পান। এরপর পরপর দুটি বিস্ফোরণের মতো শব্দ হয়।

ঘটনাস্থলের দৃশ্য ভয়াবহ ছিল জানিয়ে ৫৪ বছর বয়সী মিত্র ইন্ত্রপান্যা বলেন, ‘কী ঘটেছে তা দেখতে গিয়ে দেখি, একটি ক্রেন তিনটি বগিসহ একটি যাত্রীবাহী ট্রেনের ওপর পড়ে আছে। ক্রেনের ধাতব অংশ দ্বিতীয় বগির মাঝ বরাবর আঘাত করে সেটিকে দুই ভাগ করে দেয়।’

থাইল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বুধবার সকাল ১১টা ৪৫ মিনিট পর্যন্ত আহত সব যাত্রীকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর