ইরানের অভ্যন্তরে ওয়াশিংটন কোনো প্রকার হস্তক্ষেপ করলে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে হামলার হুমকি দিয়েছে তেহরান। এই হুমকির মুখে সতর্কতা হিসেবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে নিজেদের কিছু কর্মী ও সরঞ্জাম সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।
বুধবার (১৪ জানুয়ারি) দ্যা গার্ডিয়ানের প্রতিবেদনে এই জানানো হয়েছে।
রয়টার্স ও এপি-কে দেওয়া সাক্ষাৎকারে এক মার্কিন কর্মকর্তা একে ‘সতর্কতামূলক ব্যবস্থা’ হিসেবে অভিহিত করেছেন।
কূটনীতিকরা জানিয়েছেন, কাতারের আল-উদাইদ ঘাঁটি থেকে ইতিমধ্যেই কিছু বাহিনীকে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার প্রতিক্রিয়ায় এই ঘাঁটিতেই হামলা চালিয়েছিল ইরান।