Wednesday 14 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরানের হুমকির মুখে মধ্যপ্রাচ্যের ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
১৪ জানুয়ারি ২০২৬ ২২:৩২ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২৬ ২২:৩৫

ছবি: সংগৃহীত

ইরানের অভ্যন্তরে ওয়াশিংটন কোনো প্রকার হস্তক্ষেপ করলে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে হামলার হুমকি দিয়েছে তেহরান। এই হুমকির মুখে সতর্কতা হিসেবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে নিজেদের কিছু কর্মী ও সরঞ্জাম সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।

বুধবার (১৪ জানুয়ারি) দ্যা গার্ডিয়ানের প্রতিবেদনে এই জানানো হয়েছে।

রয়টার্স ও এপি-কে দেওয়া সাক্ষাৎকারে এক মার্কিন কর্মকর্তা একে ‘সতর্কতামূলক ব্যবস্থা’ হিসেবে অভিহিত করেছেন।

কূটনীতিকরা জানিয়েছেন, কাতারের আল-উদাইদ ঘাঁটি থেকে ইতিমধ্যেই কিছু বাহিনীকে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার প্রতিক্রিয়ায় এই ঘাঁটিতেই হামলা চালিয়েছিল ইরান।

বিজ্ঞাপন

কুয়েটে ভর্তি পরীক্ষা কাল
১৪ জানুয়ারি ২০২৬ ২২:৩৪

আরো

সম্পর্কিত খবর