Thursday 15 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরানের সঙ্গে উত্তেজনা: মধ্যপ্রাচ্যের পথে মার্কিন যুদ্ধজাহাজ

আন্তর্জাতিক ডেস্ক
১৫ জানুয়ারি ২০২৬ ১৭:৩৮ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৬ ১৯:০৫

ইরানের সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যেই বিমানবাহী যুদ্ধজাহাজ ‘ইউএসএস আব্রাহাম লিংকন’কে দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের দিকে যাওয়ার নির্দেশ দিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন।

বুধবার (১৪ জানুয়ারি) এক প্রতিবেদনে মার্কিন কেবল নিউজ নেটওয়ার্ক নিউজনেশন জানিয়েছে, দক্ষিণ চীন সাগর থেকে নিমিৎজ-শ্রেণির ইউএসএস আব্রাহাম লিংকনসহ তিনটি আর্লে বার্ক-শ্রেণির ডেস্ট্রয়ার মধ্যপ্রাচ্যে পাঠানো হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, স্বাভাবিক গতিতে ভারত মহাসাগর পাড়ি দিয়ে আরব সাগরে পৌঁছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এলাকার মধ্যে অবস্থান নিতে প্রায় এক সপ্তাহ সময় লাগতে পারে জাহাজটির।

বিজ্ঞাপন

তবে এ বিষয়ে এখনো পেন্টাগন বা মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।

এদিকে যুক্তরাষ্ট্রে প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, গত অক্টোবরে ভূমধ্যসাগর থেকে ক্যারিবিয়ান অঞ্চলে পাঠানো হয় ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ক্যারিয়ার’কে। এতে বর্তমানে ইরানের ওপর সম্ভাব্য হামলায় ভূমিকা রাখার মতো কোনও বিমানবাহী যুদ্ধজাহাজ মধ্যপ্রাচ্যে নেই, যেমনটি গত জুনে তেহরানের হামলার সময়ে ছিল।

অন্যদিকে দক্ষিণ চীন সাগরের জলসীমায় অবস্থানকালে ইউএসএস আব্রাহাম লিংকন নিয়মিত সামরিক কার্যক্রম পরিচালনা করছিল, যার মধ্যে এফ-৩৫সি যুদ্ধবিমানের উড্ডয়ন অনুশীলন এবং সরাসরি গোলাবর্ষণ মহড়াও অন্তর্ভুক্ত ছিল।

প্রসঙ্গত, তীব্র উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইরানের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে সরাসরি যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে ইরানে যুক্তরাষ্ট্রের হামলার শঙ্কা আরও বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ইরানের সশস্ত্র বাহিনী।

এ ছাড়াও যুক্তরাষ্ট্র হামলা চালালে মধ্যপ্রাচ্যে অবস্থিত দেশগুলোতে থাকা মার্কিন সেনা ঘাঁটিতে হামলা চালানোর হুমকি দিয়েছে তেহরান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর