Wednesday 02 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেখ রেহানার স্বামী-দেবরের জমিসহ ১০ তলা ভবন জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট
২ জুলাই ২০২৫ ১৭:৩৬

ঢাকা: শেখ রেহানার স্বামী শফিক সিদ্দিক ও দেবর তারিক সিদ্দিকের গাজীপুর সদরের জমিসহ ১০ তলা ভবন জব্দের আদেশ দিয়েছেন আদালত। এসবের মূল্য দেখানো হয়েছে ১৫ কোটি টাকা।

বুধবার (২ জুলাই) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। এদিন জমিসহ বাড়ি জব্দের আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মনিরুল ইসলাম।

সম্পদের মধ্যে শফিক আহমেদ সিদ্দিকের গাজীপুরের মোট ৩৩ দশমিক ৫০ শতাংশ জমির মধ্যে বিক্রিত অংশ বাদে ১৭ শতাংশ জমি এবং তারিক আহমেদ সিদ্দিকের ১৯ দশমিক ৫০ শতাংশ জমিতে নির্মিত দশতলা ভবনের অর্ধেক, যা মোট ৬৭ শতাংশ জমিতে অবস্থিত।

দুদকের আবেদনে বলা হয়, শফিক সিদ্দিক ও তারিক সিদ্দিকের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলমান রয়েছে। তারা এসব স্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাতের চেষ্টা করছেন। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযোগ সংশ্লিষ্টদের এসব সম্পদ বা সম্পত্তির মালিকানা পরিবর্তন-স্থানান্তর বা অন্য কোনো প্রক্রিয়ায় হস্তান্তর করতে না পারেন, এজন্য জব্দ করা প্রয়োজন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরএম/এমপি

১০ তলা ভবন জব্দ আদালত শেখ রেহানা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর