Wednesday 03 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তামাকে বছরে মৃত্যু দেড় লাখ, আইন সংশোধনের তাগিদ আইনজীবীদের

স্টাফ করেসপন্ডেন্ট
৩ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৩৪ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৪৫

তামাক।

ঢাকা: প্রতিবছর প্রায় এক লাখ ৬১ হাজার মানুষের প্রাণ কেড়ে নেয় তামাক। অকাল মৃত্যুই নয়, তামাকের কারণে হওয়া বিভিন্ন রোগের চিকিৎসা মেটাতে খরচ হচ্ছে প্রায় ৩০ হাজার ৫৭০ কোটি টাকা। এমনকি ক্ষতি হচ্ছে কৃষি ও খাদ্য উৎপাদনযোগ্য জমিরও। কিন্তু বাংলাদেশে বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইনটি এখনও জনস্বাস্থ্যের পূর্ণ সুরক্ষা নিশ্চিত করতে পারেনি বলে দাবি আইনজীবীদের। এ নিয়ে উদ্বেগও জানিয়েছেন তারা।

বুধবার (৩ সেপ্টেম্বর) জনস্বাস্থ্যবিষয়ক আইনজীবীদের এক যৌথ বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়। গণমাধ্যমে বিবৃতিটি পাঠান পাবলিক হেলথ ল’ইয়ার্স নেটওয়ার্কের সদস্য সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জোবায়ের আল মামুন অনিম।

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়, তামাকের বিদ্যমান বহুমাত্রিক ক্ষতি কমিয়ে আনার লক্ষ্যে দেশে আইন ও সহায়ক পলিসি প্রণয়ন করা হয়েছে। কিন্তু এ আইনের নানা ফাঁকফোকর ব্যবহার করে তরুণ প্রজন্মকে আসক্ত করছে তামাক কোম্পানি। ফলে জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে তামাক। আইন শক্তিশালী করা না গেলে বিজ্ঞাপন, করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি, স্পনসরশিপের মাধ্যমে তারা জনগণ ও নীতিনির্ধারকদের প্রভাবিত করতেই থাকবে। এতে সর্বদা হুমকির মুখে থাকবে জনস্বাস্থ্য।

এতে আরও বলা হয়, সংবিধানের ১৮ এর (১) অনুচ্ছেদ অনুযায়ী জনস্বাস্থ্য ও নৈতিকতা অংশে জনস্বাস্থ্যের উন্নতিসাধনকে রাষ্ট্র অন্যতম প্রাথমিক দায়িত্ব বলে উল্লেখ করা হয়েছে। এখানে আরও উল্লেখ রয়েছে যে, স্বাস্থ্যহানিকর ভেষজের ব্যবহার নিষিদ্ধকরণের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা নেবেন। এছাড়া তামাক নিয়ন্ত্রণের মাধ্যমে জনস্বাস্থ্য উন্নয়নে হাইকোর্টের কয়েকটি যুগান্তকারী রায়ও রয়েছে। এর মধ্যে একটি রায়ে সরকারকে সিগারেট ও অন্যান্য তামাক পণ্যের উৎপাদন ধীরে ধীরে বন্ধ করে নির্দিষ্ট সময়সীমার মধ্যে বিকল্প শিল্পে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।

আরেকটি রায়ে জনস্বাস্থ্য সুরক্ষায় মহাখালীর আবাসিক এলাকা (ডিওএইচএস) থেকে তামাক কোম্পানি অপসারণে আদেশ দেওয়া হয়েছে।এমতাবস্থায় জনস্বাস্থ্যের সুরক্ষায় ও ভবিষ্যৎ প্রজন্মকে তামাক আসক্তি থেকে রক্ষায় এখনই তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন ও শক্তিশালী করা অত্যাবশ্যক বলে মনে করছেন বিবৃতিকারী আইনজীবীরা। এছাড়া তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন ও শক্তিশালী করে সত্যিকার অর্থে জনস্বাস্থ্যকে অগ্রাধিকার দিতে দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন তারা।

সারাবাংলা/আরএম/এমপি

আইন তামাক মৃত্যু সংশোধন

বিজ্ঞাপন

অনলাইনে লিখে আয় করার উপায়
৩ সেপ্টেম্বর ২০২৫ ১৬:২৬

আরো

সম্পর্কিত খবর