Tuesday 09 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাকসু নির্বাচন: ভিপি প্রার্থিতা ফিরে পেলেন অমর্ত্য

স্টাফ করেসপন্ডেন্ট
৯ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৫২ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৫৬

অমর্ত্য রায়ের প্রার্থিতা ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

ঢাকা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) ভিপি পদে নির্বাচনে অমর্ত্য রায়ের প্রার্থিতা ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে, ৮ সেপ্টেম্বর ভিপি পদ ফিরে পেতে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট করেন অমর্ত্য রায়। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ সালের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী। তার দাবি, ভিপি প্রার্থী থেকে তাকে অন্যায়ভাবে বাদ দেয়া হয়েছে। তবে জাকসুর গঠনতন্ত্র অনুযায়ী কোনো অনিয়মিত শিক্ষার্থী ভোটার হতে পারে না।

বিজ্ঞাপন

গত ৭ সেপ্টেম্বর প্রার্থিতা ফেরত চেয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি, রেজিস্ট্রার ও জাকসু নির্বাচনের প্রধান কমিশনারকে লিগ্যাল নোটিশ পাঠান অমর্ত্য। কিন্তু সাড়া না পাওয়ায় রিট করেন তিনি। এরই ধারাবাহিকতায় আজ শুনানি শেষে তার প্রার্থিতা ফেরত দিতে নির্দেশ দেন হাইকোর্ট।

সারাবাংলা/আরএম/এমপি

অমর্ত্য রায় জাকসু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভিপি হাইকোর্ট

বিজ্ঞাপন

গিগাবাইটের নতুন দুই পিসি বাজারে
৯ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৫১

আরো

সম্পর্কিত খবর