Wednesday 03 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে লিভ টু আপিলের শুনানি চলছে

স্টাফ করেসপন্ডেন্ট
৩ ডিসেম্বর ২০২৫ ১১:৫৮ | আপডেট: ৩ ডিসেম্বর ২০২৫ ১২:১৩

বাংলাদেশ সুপ্রিম কোর্ট।

ঢাকা: অন্তর্বর্তী সরকারের বৈধতা চ্যালেঞ্জ নিয়ে করা লিভ টু আপিলের শুনানি দ্বিতীয় দিনেও সুপ্রিম কোর্টের আপিল বিভাগে চলছে।

বুধবার (৩ ডিসেম্বর) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এ শুনানি শুরু করে। রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক।

এর আগের দিন, মঙ্গলবার (২ ডিসেম্বর) একই বেঞ্চে লিভ টু আপিলের শুনানি শুরু হয়। তখন আবেদনকারীর পক্ষে দাঁড়িয়ে আইনজীবী শিশির মনির বলেন, ‘জনগণের বৈধতাই সবচেয়ে বড় বৈধতা। যে সরকার জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করে, তার বৈধতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ কম।’

বিজ্ঞাপন

১২ নভেম্বর একই বিষয়ে শুনানিতে বক্তব্য দেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ। তবে আদালত সম্পর্কে বিরূপ মন্তব্য করায় তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তোলেন অ্যাটর্নি জেনারেল। পরে আপিল বিভাগ তাকে সেই মন্তব্যের ব্যাখ্যা দিতে নির্দেশ দেয়।

গত বছরের ডিসেম্বরে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আইনজীবী মহসিন রশিদ। হাইকোর্ট রিট খারিজ করে রায়ে বলেন, অন্তর্বর্তী সরকার জনগণের বৈধতা পেয়েছে; তাই এর বৈধতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই।

এই রায়ের বিরুদ্ধেই করা লিভ টু আপিল গ্রহণ করে আপিল বিভাগ, এবং বর্তমানে সেই আপিলের শুনানি চলছে।

সারাবাংলা/টিএম/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর