ঢাকা: রাজধানীর রামপুরায় জুলাই-আগস্টে ২৮ জন নিহত হওয়া ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ দুই সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার পর ঢাকার সেনানিবাসের বিশেষ কারাগার থেকে প্রিজনভ্যানে করে কড়া নিরাপত্তার মধ্যেই তাদের ট্রাইব্যুনাল চত্বরে আনা হয়।
মামলাটিতে চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল নেবেন।
ট্রাইব্যুনাল এলাকায় হাইকোর্টের অতিরিক্ত পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে।
রেদোয়ানুল ইসলামের সঙ্গে হাজির করা অন্য কর্মকর্তা হলেন বিজিবির সাবেক মেজর মো. রাফাত বিন আলম। অপর দুই আসামি— ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার মো. রাশেদুল ইসলাম এবং পলাতক রামপুরা থানার সাবেক ওসি মো. মশিউর রহমান। পলাতকদের পক্ষে স্টেট ডিফেন্স ট্রাইব্যুনাল-১-এর সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বে আরেকটি বিচারিক প্যানেল নিয়োগ পেয়েছে।
গত ২৪ নভেম্বর দুই সেনা কর্মকর্তার পক্ষে আইনজীবী ভার্চুয়ালি হাজিরা বা শুনানির আবেদন করেন। এর আগে ২২ অক্টোবর তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়; শুনানি শেষে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
মামলার প্রসঙ্গে বলা হয়, ছাত্র-জনতার আন্দোলনের সময় রামপুরায় ২৮ জন নিহত হন এবং আহত হন আরও অনেকে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে চারজনের বিরুদ্ধে আলাদা চার্জ ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে।