Wednesday 10 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আনিসুল-সালমানের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১৭ ডিসেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট
১০ ডিসেম্বর ২০২৫ ১৫:২৭ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৫ ১৫:৫৭

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সালমান এফ রহমান ও আনিসুল হক। ছবি: সারাবাংলা

ঢাকা: চব্বিশ জুলাই–আগস্টে গণঅভ্যুত্থান চলাকালীন কারফিউ দিয়ে ছাত্র-জনতাকে হত্যার উসকানি দেওয়ার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন শুনানি ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

বুধবার (১০ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সালমান এফ রহমান ও আনিসুল হকের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মনসুরুল হক চৌধুরী।

বিজ্ঞাপন

এর আগে, ৪ ডিসেম্বর এই মামলায় সালমান ও আনিসুলের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-১।

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, জুলাই–আগস্টে গণঅভ্যুত্থানের সময় ফোনালাপ করেন আনিসুল হক ও সালমান এফ রহমান। ওই ফোনালাপে কারফিউ চলাকালে আন্দোলনকারীদের ‘শেষ করে দেওয়ার’ নির্দেশ দেয়ার কথা বলা হয়। প্রসিকিউশন অভিযোগ করে, এই বক্তব্য হত্যাকাণ্ডে উসকানি হিসেবে কাজ করেছে।

গত বছরের ১৩ আগস্ট গ্রেপ্তার হন সালমান এফ রহমান ও আনিসুল হক। এরপর থেকে তারা কারাগারে রয়েছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর