Wednesday 10 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইন্টারনেট বন্ধ করে গণহত্যায় ‘মাস্টারমাইন্ড’ জয়: চিফ প্রসিকিউটর

স্টাফ করেসপন্ডেন্ট
১০ ডিসেম্বর ২০২৫ ১৫:৪৪ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৫ ১৬:২৫

চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

ঢাকা: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয় জুলাই গণআন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করে গণহত্যায় সহায়তার ‘মাস্টারমাইন্ড’ ছিলেন বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

বুধবার (১০ ডিসেম্বর) ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞে সহায়তা এবং মরদেহ ও আলামত গুমের মামলার শুনানি শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

চিফ প্রসিকিউটর বলেন, ‘জয়ের বাংলাদেশি নাগরিকত্ব থাকুক বা না থাকুক, তিনি রাষ্ট্রের বেতনভুক্ত উপদেষ্টা ছিলেন এবং ক্ষমতার অপব্যবহার করে ইন্টারনেট বন্ধের মাধ্যমে গণহত্যায় সহায়তা করেছেন। এ অপরাধ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের আওতায় বিচারাধীন হবে।’

বিজ্ঞাপন

এদিকে, আনুষ্ঠানিক বিচার শুরুর আগে বিদেশি আইনজীবী নিয়োগের অনুমতি চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করেছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শিল্পগোষ্ঠীপ্রধান সালমান এফ রহমান।

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, আইনসম্মত শর্ত পূরণ সাপেক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের সুযোগ রয়েছে।

অন্য একটি মামলায় হাজির না হওয়ায় সজিব ওয়াজেদ জয়কে হাজির করতে জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এছাড়াও জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহিদ আবু সাঈদ হত্যা মামলায় বুধবার আরও দুজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। এ নিয়ে মামলাটিতে মোট সাক্ষীর সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে।

এর পাশাপাশি জুলাই হত্যাযজ্ঞের মামলায় আনিসুল হক ও সালমান এফ রহমানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। ওই মামলায় অভিযোগ গঠনের শুনানি ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর