ঢাকা: চব্বিশের জুলাই–আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত কর্মকর্তার কাছে জবানবন্দি দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা সোয়া ১১টার পর তিনি ট্রাইব্যুনালে পৌঁছান। সঙ্গে ছিলেন ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ এবং ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ।
তদন্ত কর্মকর্তার কাছে কোন মামলায় তিনি জবানবন্দি দেবেন, তা আনুষ্ঠানিকভাবে এখনও জানানো হয়নি।
তবে প্রসিকিউশন সূত্র জানিয়েছে, তৎকালীন উপাচার্য মাকসুদ কামালকে কেন্দ্র করে দায়ের করা মানবতাবিরোধী দুটি মামলায় তিনি সাক্ষ্য দিতে পারেন।
ট্রাইব্যুনালে এসে সাদিক কায়েম বলেন, ‘শেখ হাসিনার নির্দেশে বহিরাগতদের নিয়ে তৎকালীন ভিসি মাকসুদ কামাল আমাদের ভাই–বোনদের ওপর হামলা চালিয়েছিলেন। আহতদের হাসপাতালে নেওয়ার সময়ও বারবার হামলা হয়েছে ছাত্রলীগ–যুবলীগের হাতে। এসব নৃশংসতার বিরুদ্ধে সাক্ষ্য দিতে এসেছি। সাক্ষ্য দেওয়ার পর বিস্তারিত জানাবো।’
এদিকে, ট্রাইব্যুনাল–২ এ কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। নিরাপত্তার স্বার্থে প্রথম সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়েছে ক্যামেরা ট্রায়ালে।
অন্যদিকে, আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত গুম–খুনের অভিযোগে দায়ের করা আরেক মানবতাবিরোধী মামলায় ১১ আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে। মামলায় গ্রেফতার একমাত্র আসামি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানকে সকালে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করেছে পুলিশ।
বিচারপতি গোলাম মর্তূজা মজুমদার নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেল ট্রাইব্যুনাল–১ এ এ বিষয়ে শুনানি নেবে। গত ২৬ অক্টোবর এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়িয়ে আজকের তারিখ ঠিক করা হয়েছিল।