Sunday 28 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এপোলো ও মারুফের বিরুদ্ধে মাহমুদুর রহমানের মানহানি মামলা

স্টাফ করেসপন্ডেট
২৮ ডিসেম্বর ২০২৫ ১৪:২৬ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৫ ১৬:০০

এ কে এম ওয়াহিদুজ্জামান এপোলো, মারুফ মল্লিক। ছবি: সংগৃহীত

ঢাকা: ফেসবুকে মানহানিকর ও মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান (এপোলো) এবং লেখক-কলামিস্ট এফ এম রাশেদুল হক মল্লিক (মারুফ)-এর বিরুদ্ধে ঢাকার আদালতে মানহানি মামলা করা হয়েছে। মামলাটি করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।

রোববার (২৮ ডিসেম্বর) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে মামলার আবেদন করেন মাহমুদুর রহমান। আদালত এ সময় বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশ অপেক্ষমাণ রাখেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ১৯ ডিসেম্বর প্রথম আলোর কলাম লেখক এফ এম রাশেদুল হক মল্লিক তার ফেসবুক আইডি থেকে ‘প্রথম আলো অফিসে হামলায় আমার দেশের জড়িত থাকার সম্ভাবনা’ শিরোনামে একটি পোস্ট দেন। পরে ওই পোস্টটি শেয়ার করেন বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান এপোলো।

বিজ্ঞাপন

অভিযোগে আরও উল্লেখ করা হয়, ঢাকার তেজগাঁও থানাধীন কারওয়ান বাজারে আমার দেশ পত্রিকার প্রধান কার্যালয়ে অবস্থানকালে মাহমুদুর রহমান আসামিদের ওই ফেসবুক পোস্ট সম্পর্কে জানতে পেরে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। আসামিদের এসব মিথ্যা ও মানহানিকর বক্তব্যের ফলে বাদী ও আমার দেশ পত্রিকার সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে।

এছাড়া পত্রিকাটির সঙ্গে সংশ্লিষ্ট সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী ও কলাকুশলীদের সম্মানহানির পাশাপাশি তাদের বিরুদ্ধে জনমনে শত্রুতা, ঘৃণা ও বিদ্বেষ সৃষ্টি হয়েছে বলেও মামলায় দাবি করা হয়।