Sunday 28 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মান্নার আপিল শুনানি সোমবার পর্যন্ত মুলতবি

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ ডিসেম্বর ২০২৫ ১৯:০৬ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৫ ২০:০৭

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

ঢাকা: ঋণখেলাপির তালিকা থেকে নিজের নাম বাদ দেওয়ার আবেদন সংক্রান্ত নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার আপিল শুনানি সোমবার (২৯ ডিসেম্বর) পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত।
রোববার (২৮ ডিসেম্বর) বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন চেম্বার জজ আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত এ আবেদন মুলতবি করেন। এর আগে এ বিষয়ে দায়ের করা মান্নার রিট আবেদন হাইকোর্ট খারিজ করে দেন।
জানা গেছে, ইসলামী ব্যাংকের বগুড়ার বড়গোলা শাখা থেকে প্রায় ৩৮ কোটি ৪ লাখ টাকা খেলাপিঋণ আদায়ের লক্ষ্যে মান্নার মালিকানাধীন আফাকু কোল্ডস্টোরেজ লিমিটেডকে কলব্যাক নোটিশ দেওয়া হয়। এ প্রেক্ষাপটে ঋণখেলাপির তালিকা থেকে নাম বাদ দেওয়ার নির্দেশনা চেয়ে তিনি আদালতের শরণাপন্ন হন।
হাইকোর্টের আদেশ বহাল থাকায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাহমুদুর রহমান মান্নার প্রার্থী হওয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছে। জোটগত নির্বাচনি সমঝোতার অংশ হিসেবে বিএনপি বগুড়া-২ আসনটি মান্নার জন্য ছেড়ে দিয়েছিল।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর