Tuesday 06 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন বছরে ন্যায়ের পথে অবিচল থাকার আহ্বান ট্রাইব্যুনালের

স্টাফ করেসপন্ডেট
৪ জানুয়ারি ২০২৬ ১৩:৫৫ | আপডেট: ৪ জানুয়ারি ২০২৬ ১৫:১৪

ঢাকা: নতুন বছরের শুরুতে প্রসিকিউশনকে সততা, ন্যায়বিচার ও আইনের শাসনের পথে অবিচল থাকার আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার (৪ জানুয়ারি) ২০২৬ সালের প্রথম কার্যদিবসে ট্রাইব্যুনাল-২–এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আহ্বান জানান। প্যানেলের অন্য দুই সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এদিন আশুলিয়ায় ছয়জনের মরদেহ পোড়ানোসহ সাত হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত কর্মকর্তা জানে আলম খানের সাক্ষ্যের দ্বিতীয় দিনের জেরা চলছিল। বেলা সোয়া ১১টার দিকে জেরা শুরু হয়।

বিজ্ঞাপন

কার্যক্রমের শুরুতে প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার ট্রাইব্যুনালের বিচারকদের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান। তিনি বলেন, নতুন বছরের প্রথম কার্যদিবসে আমরা আপনাদের সালাম ও শুভেচ্ছা জানাতে চাই। এ সময় ট্রাইব্যুনাল এজলাসে উপস্থিত সবার প্রতি শুভেচ্ছা জানায়।

এরপর ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী বলেন, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরাও দোয়া করি-আমরা যেন সঠিক ও ন্যায়ের পথে থাকতে পারি। আপনারাও সততা ও ন্যায়ের পথে অবিচল থাকবেন।

পরে আশুলিয়ার মামলায় তদন্ত কর্মকর্তা জানে আলম খানকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী মিরাজুল ইসলাম।