Tuesday 06 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুর-৪ আসনের সীমানা আগের অবস্থায় ফেরানোর গেজেট বহাল

স্টাফ করেসপন্ডেন্ট
৫ জানুয়ারি ২০২৬ ১১:২৮ | আপডেট: ৫ জানুয়ারি ২০২৬ ১২:৪৬

হাইকোর্ট। ছবি: সারাবাংলা

ঢাকা: ফরিদপুর-৪ সংসদীয় আসনের সীমানা আগের অবস্থায় ফিরিয়ে দিয়ে গেজেট প্রকাশের বিষয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।

সোমবার (৫ জানুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার হুমায়ন কবির এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গত ১১ ডিসেম্বর হাইকোর্ট ফরিদপুর-৪ সংসদীয় আসনের ভাঙ্গা উপজেলা থেকে আলগি ও হামিরদি ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের নগরকান্দা উপজেলার সঙ্গে যুক্ত করে নির্বাচন কমিশনের জারি করা প্রজ্ঞাপনকে অবৈধ ঘোষণা করেন। ওইদিন রিটের পক্ষে আদালতে শুনানি করেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব।

বিজ্ঞাপন

তারও আগে, গত ২২ সেপ্টেম্বর হাইকোর্ট নির্বাচন কমিশনের প্রকাশিত ওই প্রজ্ঞাপন কেন অবৈধ ঘোষণা করা হবে না— তা জানতে চেয়ে রুল জারি করেন।

উল্লেখ্য, ফরিদপুর-৪ আসনের সীমানা পরিবর্তন সংক্রান্ত এ প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী মো. শহিদুল ইসলাম বাবুল, সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহবুবুর রহমান দুলালসহ পাঁচজন হাইকোর্টে রিট আবেদন করেন।

সারাবাংলা/টিএম/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর