ঢাকা: ২৭ লাখ টাকা আত্মসাৎ ও হুমকি-ধামকির অভিযোগের মামলায় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিসান চৌধুরীকে অব্যাহতি দিয়েছেন ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩। সোমবার (১২ জানুয়ারি) বিচারক মো. আদনান জুলফিকার শুনানি শেষে তাদের দায়মুক্তি দেন এবং জামিন মঞ্জুর করেন।
শুনানির সময় আসামিপক্ষের আইনজীবী তুহিন হাওলাদার বলেন, ‘মামলার এজাহারের ৭৯ লাইনের বক্তব্য সম্পূর্ণ সাজানো ও মনগড়া। বাদীর সঙ্গে মেহজাবীন ও তার ভাইয়ের কোনো সাক্ষাৎ হয়নি এবং কোনো ধরনের হুমকি-ধামকির ঘটনাও ঘটেনি।’
শুনানির সময় মেহজাবীন চৌধুরী ও তার ভাই আদালতে উপস্থিত ছিলেন। মেহজাবীনের মুখে কালো মাস্ক ছিল। শুনানি শেষে তারা আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন।
এর আগে, গত ১০ নভেম্বর পারিবারিক ব্যবসার পার্টনার হিসেবে রাখার প্রলোভন দেখিয়ে ২৭ লাখ টাকা আত্মসাৎ ও হুমকি-ধামকির অভিযোগে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরে ১৬ নভেম্বর তারা আদালতে আত্মসমর্পণ করে জামিন পান। মামলার প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ ডিসেম্বর দিন ধার্য রয়েছে।
মামলার বিবরণে বলা হয়, দীর্ঘদিনের পরিচয়ের সূত্রে আমিরুল ইসলাম মেহজাবীনের নতুন ব্যবসার পার্টনার হওয়ার আশ্বাসে নগদ ও বিকাশের মাধ্যমে ২৭ লাখ টাকা দেন। পরে ব্যবসা শুরু না করায় টাকা ফেরত চাইলে সময়ক্ষেপণ করা হয় বলে অভিযোগ করেন তিনি।
এজাহারে আরও বলা হয়, গত ১১ ফেব্রুয়ারি টাকা দাবিতে আমিরুল ইসলাম মেহজাবীনের সঙ্গে দেখা করতে গেলে হাতিরঝিল রোডের পাশে একটি রেস্টুরেন্টে মেহজাবীন, তার ভাই এবং অজ্ঞাত আরও ৪–৫ জন ব্যক্তি তাকে গালিগালাজ ও জীবননাশের হুমকি দেন। পরে তিনি ভাটারা থানায় যোগাযোগ করলে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়। এরপর ২৪ মার্চ তিনি মামলা দায়ের করেন।