Sunday 18 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাদের-সাদ্দামসহ ৭ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠনে প্রসিকিউশনের শুনানি আজ

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ জানুয়ারি ২০২৬ ১১:০৪ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬ ১২:১৮

ওবায়দুল কাদের ও সাদ্দাম হোসেন।

ঢাকা: চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আজ শুনানি অনুষ্ঠিত হবে।

রোববার (১৮ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানি হবে।

প্যানেলের অপর দুই সদস্য হলেন- বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

শুনানিতে প্রথমে প্রসিকিউশন পক্ষ তাদের বক্তব্য উপস্থাপন করবে। এরপর আসামিপক্ষের শুনানি হওয়ার কথা রয়েছে। তবে এ মামলার সাত আসামির কেউই এখনো গ্রেফতার হননি। তারা পলাতক থাকায় ট্রাইব্যুনালের আদেশে তাদের পক্ষে সরকারি খরচে স্টেট ডিফেন্স আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৮ জানুয়ারি এ আদেশ দেওয়া হয়।

বিজ্ঞাপন

ওই দিনই আসামিদের আত্মসমর্পণের জন্য দিন ধার্য ছিল। কিন্তু নির্ধারিত দিনে কেউ হাজির হননি। এর আগে, পরোয়ানা জারির পর ২৯ ডিসেম্বর তাদের গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ থাকলেও আইন প্রয়োগকারী সংস্থা স্থায়ী ও অস্থায়ী ঠিকানায় গিয়ে কাউকে খুঁজে পায়নি। পরে ৩০ ডিসেম্বর পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

ওবায়দুল কাদের ছাড়া মামলার অপর আসামিরা হলেন— আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান।

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ মামলাটি আমলে নেয়। একই দিন প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগপত্র (ফরমাল চার্জ) দাখিল করে। মামলায় জুলাই গণঅভ্যুত্থান চলাকালে হত্যার নির্দেশ, প্ররোচনা ও উসকানির অভিযোগ আনা হয়েছে।

বিজ্ঞাপন

ইসিতে শেষ দিনের আপিল শুনানি চলছে
১৮ জানুয়ারি ২০২৬ ১১:৪১

আরো

সম্পর্কিত খবর