ঢাকা: র্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে গুম ও নির্যাতনের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক–বর্তমান সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। প্রথম দিনের সাক্ষী হিসেবে জবানবন্দি দিচ্ছেন দীর্ঘদিন গুমের শিকার ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমান।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
এর আগে, চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সূচনা বক্তব্য উপস্থাপন করেন। এরপর ব্যারিস্টার আরমান সাক্ষ্য দিতে শুরু করেন। জবানবন্দিতে তিনি ২০১৬ সালে মিরপুর ডিওএইচএসের বাসা থেকে র্যাব-১–এর সদস্যদের হাতে কীভাবে গুমের শিকার হন, সে ঘটনার বিস্তারিত বর্ণনা দিচ্ছেন।
ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে উপস্থিত রয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামসহ প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, শাইখ মাহদী প্রমুখ। আসামিপক্ষের আইনজীবী ও স্টেট ডিফেন্স আইনজীবীরাও আদালতে উপস্থিত ছিলেন।
এ মামলার ১৭ আসামির মধ্যে ১০ জন বর্তমানে গ্রেফতার রয়েছেন। তারা হলেন— র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম, কর্নেল কেএম আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন, কর্নেল আনোয়ার লতিফ খান (অবসর প্রস্তুতিমূলক ছুটিতে), র্যাবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালক কর্নেল মো. মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন এবং লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার বিন কাশেম।
অন্যদিকে শেখ হাসিনাসহ পলাতক আসামিরা হলেন— তার প্রতিরক্ষাবিষয়ক সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি বেনজির আহমেদ, র্যাবের সাবেক ডিজি এম খুরশিদ হোসেন, সাবেক মহাপরিচালক ব্যারিস্টার হারুন অর রশিদ এবং সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. খায়রুল ইসলাম।
এর আগে, গত ২৩ ডিসেম্বর এই মামলায় ১৭ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-১। একইসঙ্গে সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের জন্য বুধবার দিন ধার্য করা হয়। এর ধারাবাহিকতায় আজ মামলার প্রথম দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হলো।