Thursday 22 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জঙ্গি নাটক সাজিয়ে ৯ তরুণ হত্যা: তদন্ত প্রতিবেদন দাখিলে সময় বাড়ল

স্টাফ করেসপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২৬ ১৫:০৩ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৬ ১৫:৫৮

ঢাকা: রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়িতে কথিত ‘জঙ্গি নাটক’ সাজিয়ে ৯ তরুণকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আরও দুই সপ্তাহ বাড়ানো হয়েছে। আগামী ৩ ফেব্রুয়ারি প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর সদস্য বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চ এ আদেশ দেন।

এদিন প্রসিকিউশনের পক্ষে শুনানিতে অংশ নেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি মামলার তদন্ত অগ্রগতি তুলে ধরে প্রতিবেদন দাখিলের জন্য আরও সময় চান। শুনানি শেষে ট্রাইব্যুনাল তার আবেদন মঞ্জুর করে আগামী ৩ ফেব্রুয়ারি দিন নির্ধারণ করেন।

বিজ্ঞাপন

এর আগে, সকালে এ মামলার আসামি সাবেক আইজিপি একেএম শহীদুল হকসহ তিন পুলিশ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ।

অন্য দুই আসামি হলেন— ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া এবং ডিএমপির মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার (ডিসি) মো. জসীম উদ্দীন মোল্লা।

উল্লেখ্য, ২০১৬ সালের ২৫ জুলাই রাতে রাজধানীর কল্যাণপুরে ‘জাহাজবাড়ি’ নামে পরিচিত একটি ভবনে অভিযান চালায় পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। ‘অপারেশন স্টর্ম-২৬’ নামে পরিচালিত ওই অভিযানে ৯ তরুণকে গুলি করে হত্যা করা হয়। পরে এ ঘটনায় জঙ্গি নাটক সাজিয়ে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলা দায়ের করা হয়।

সারাবাংলা/টিএম/ইআ