Tuesday 03 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষার্থী হত্যা মামলায় সাবেক এমপি মুকুল কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ নভেম্বর ২০২৪ ১৮:৩৯ | আপডেট: ১৪ নভেম্বর ২০২৪ ২০:৩৬

ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আলী আজম মুকুল

ঢাকা: শিক্ষার্থী নাহিদুল ইসলামকে হত্যার অভিযোগে মিরপুর মডেল থানায় দায়ের করা মামলায় গ্রেফতার ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আলী আজম মুকুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত এ আদেশ দেন।

এদিন তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মো. আল আমীন তালুকদার তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে আলী আজম মুকুলকে গ্রেফতার করে র‍্যাব-২। পরে তাকে মিরপুর মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই রাজধানীর মিরপুর এলাকায় নিহত হন নাহিদুল ইসলাম। এ ঘটনায় গত ১ সেপ্টেম্বর ভুক্তভোগীর চাচাতো ভাই বাদী হয়ে ৪১ জনের নাম উল্লেখ করে মিরপুর মডেল থানায় মামলা করেন। মামলায় মুকুলকে ১৬নম্বর আসামি করা হয়েছে।

সারাবাংলা/কেআইএফ/এনজে

আসামি কারাগারে জুলাই-আগস্ট অভ্যুত্থান শিক্ষার্থী হত্যা সাবেক এমপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর