Sunday 24 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পেশাদারিত্বের সঙ্গে নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করছি: সিইসি

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ আগস্ট ২০২৫ ১৩:৩৫ | আপডেট: ২৪ আগস্ট ২০২৫ ১৫:৪৯

আগারগাঁওয়ের নির্বাচন ভবনে, সংসদীয় এলাকার সীমানা নিয়ে দাবি আপত্তির শুনানি।

ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন বলেছেন, আমরা পেশাদারিত্বের সঙ্গে নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করেছি। আইন অনুযায়ী খসড়া সীমানা নিয়ে দাবি আপত্তির সুযোগ দেওয়া হয়েছে। আপনাদের আবেদনগুলো আমরা বিবেচনায় নিয়েছি। এখন শুনানিতে যৌক্তিক বিষয়গুলো তুলে ধরবেন।

রোববার (২৪ আগস্ট) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে, সংসদীয় এলাকার সীমানা নিয়ে দাবি আপত্তির শুনানি শুরুর প্রাক্কালে সিইসি এসব কথা বলেন। শুনানিতে প্রধান নির্বাচন কমিশনারসহ, চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব এতে উপস্থিত আছেন।

শুনানির প্রথমদিনে কুমিল্লা অঞ্চলের ১৮টি আসনের শুনানি চলবে। শুনানিতে আপত্তিকারী ও তার ক্ষমতাপ্রাপ্ত কৌশলী উপস্থিত রয়েছেন।

বিজ্ঞাপন

ইসি সচিব জানান, রোববার কুমিল্লা অঞ্চলের দাবি-আপত্তির শুনানি রয়েছে- বেলা ১২টা থেকে দেড়টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া-২, ৩ ও ৫; আড়াইটা থেকে সাড়ে ৩টায় কুমিল্লা-৬, ৯, ১০ ও ১১; সাড়ে ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নোয়াখালী-১, ২, ৪ ও ৫, চাঁদপুর-২ ও ৩, ফেনী-৩, লক্ষ্মীপুর-২ ও ৩ আসনের দাবি-আপত্তি আবেদনের।

১০ অগাস্টের মধ্যে ৮৩টি সংসদীয় এলাকার সীমানা নিয়ে যে এক হাজার ৭৬০টি দাবি-আপত্তির আবেদন নির্বাচন কমিশনে জমা হয়। চারদিন শুনানি শেষে ইসির চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

সারাবাংলা/এনএল/এমপি

ইসি এএমএম নাসির উদ্দিন খসড়া সীমানা প্রধান নির্বাচন কমিশনার সিইসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর