Wednesday 27 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিগগিরই সংসদীয় আসনের চূড়ান্ত তালিকা প্রকাশ: ইসি সচিব

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ আগস্ট ২০২৫ ১৭:৫৮ | আপডেট: ২৭ আগস্ট ২০২৫ ১৯:১২

আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে সিনিয়র সচিব আখতার আহমেদ। ছবি: সারাবাংলা

ঢাকা: নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, সংসদীয় আসনবিন্যাস নিয়ে পাওয়া মতামত পর্যালোচনা শেষে খুব শিগগিরই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

বুধবার (২৭ আগস্ট) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা যে সীমানা নির্ধারণ করেছি সেটি খসড়া। আপত্তি, দাবি ও সুপারিশের শেষ সময় ছিল ১০ আগস্ট। ওই সময়ের মধ্যে ৩৩ জেলার ৮৪ আসন নিয়ে ১,১৮৫টি আপত্তি ও ৭০৮টি সুপারিশসহ মোট ১,৮৯৩টি মতামত জমা পড়েছে।’

তিনি জানান, এসব মতামত ইতোমধ্যেই লিপিবদ্ধ করে শুনানি করা হয়েছে। শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার, চার কমিশনার ও সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

গত চার দিনে শুনানির সংক্ষিপ্ত তথ্য তুলে ধরেন ইসি সচিব—

  • ২৪ আগস্ট: ৬ জেলার ১৮ আসন নিয়ে শুনানি, আপত্তি ৪২৯, পক্ষে ৩৮২

  • ২৫ আগস্ট: ৯ জেলার ২০ আসন, আপত্তি ২৩৮, পক্ষে ২৭৫

  • ২৬ আগস্ট: ৬ জেলার ২৮ আসন, আপত্তি ২৫৯, পক্ষে ৫০

  • ২৭ আগস্ট: ১২ জেলার ১৮ আসন, আপত্তি ২৫৯, পক্ষে ১

আখতার আহমেদ বলেন, ‘আপত্তি ও সুপারিশ দুই দিকের মতামতই গুরুত্ব সহকারে শোনা হয়েছে। সময়সীমা ও আবেদন সংখ্যা বেশি হওয়ায় একই বিষয়ে যেন বারবার আলোচনা না হয় সে অনুরোধ করা হয়েছিল।’

তিনি আরও বলেন, ‘সব মতামত পর্যালোচনা করে আমরা শিগগিরই আসনবিন্যাসের চূড়ান্ত তালিকা প্রকাশ করব।’

সারাবাংলা/এনএল/এমপি

ইসি খসড়া ভোটার তালিকা সংসদীয় আসন

বিজ্ঞাপন

পাথর বৃদ্ধির রহস্য
২৭ আগস্ট ২০২৫ ১৯:০৮

আরো

সম্পর্কিত খবর