Thursday 30 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচন ও সাংবাদিকদের আস্থা পুনঃস্থাপন জরুরি: আনোয়ারুল

স্টাফ করেসপন্ডেন্ট
৪ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৩০ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৫৮

আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) সঙ্গে মতবিনিময় সভা। ছবি: সারাবাংলা

ঢাকা: নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম বলেছেন, দেশে কেউই আস্থার জায়গায় নেই, তাই আস্থার সংকট দূর করা জরুরি। নির্বাচন ও সাংবাদিকদের মধ্যে আস্থা পুনঃস্থাপন জরুরি।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

আনোয়ারুল ইসলাম বলেন, “আমি, আপনি, আপনারা—সবাই মিলেই আস্থার জায়গায় নেই। এটি আমাদের জাতীয় সংকট। নির্বাচন কমিশন আস্থা পুনরুদ্ধারের ওপর কাজ করছে। সেই লক্ষ্যে প্রতিটি পেশার সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলতে হবে এবং পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাস বজায় রাখতে হবে।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “সাংবাদিকরা আমাদের নির্বাচনী কর্মকাণ্ডে ২৪ ঘণ্টা জড়িত থাকেন। আপনারা যেই নীতিমালার খসড়া দিয়েছেন, আমরা যদি আগে তা পেতাম, তা আমাদের কাজে সহায়ক হতো। প্রত্যেক বিষয়ে বিশ্লেষণ করা দরকার, এবং বাস্তবতার নিরিখে সবাইকে সহযোগিতা করতে হবে যাতে ভালো নির্বাচন নিশ্চিত করা যায়।”

সভায় নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সভাপতিত্ব করেন। এছাড়া নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাসুদ, বেগম তাহমিদা আহমদ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ, আরএফইডি’র সভাপতি কাজী জেবেল, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

নিয়োগ দিচ্ছে রূপায়ণ গ্রুপ
৩০ অক্টোবর ২০২৫ ১২:২৩

আরো

সম্পর্কিত খবর