ঢাকা: জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের দিনক্ষণ নির্ধারণ আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যেই চূড়ান্ত করতে চায় কমিশন। তবে সে সময়ের মধ্যে ঐকমত্যে পৌঁছানো সম্ভব না হলে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ২ অক্টোবরের পরেও গড়াতে পারে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আলোচনা শুরুর সময় তিনি এ কথা জানান।
ড. আলী রীয়াজ আশা প্রকাশ করে বলেন, রাজনৈতিক দলগুলো দ্রুততম সময়ের মধ্যে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নে একমত হতে পারবে। তিনি আরও উল্লেখ করেন, গণভোট ও সাংবিধানিক আদেশ—এই দুটি বিষয়ে ভিন্নমত থাকলেও বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে শেষ পর্যন্ত রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছাবে।
এ সময় তিনি জানান, প্রধান উপদেষ্টা ২১ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন এবং ২ অক্টোবর দেশে ফিরবেন। এর মধ্যেই কমিশন সমঝোতার কাঠামো চূড়ান্ত করার চেষ্টা চালাবে।