Monday 22 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসির নতুন নিবন্ধন পেতে যাচ্ছে ৬ রাজনৈতিক দল

স্টাফ করেসপন্ডেন্ট
২২ সেপ্টেম্বর ২০২৫ ১৪:০৪ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৪৮

ঢাকা: জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ছয়টি নতুন রাজনৈতিক দল নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে যাচ্ছে। সোমবার (২২ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সূত্রে সম্ভাব্য এ তালিকা জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে সারাবাংলাকে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ‘এ বিষয়ে কমিশনের বৈঠকে চূড়ান্ত করা হবে।  তারপর গণমাধ্যমে বিষয়টি জানানো হবে বলেও জানান ইসি সচিব।’

জানা গেছে, কমিশনের সই হওয়ার পর নতুন নিবন্ধিত দলগুলোর বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে নির্বাচন কমিশন।

২২টি দলের মাঠ পর্যায়ে যাচাই-বাছাই শেষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ আম জনগণ পার্টি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ জাতীয় লীগসহ ছয়টি দলকে চূড়ান্তভাবে নিবন্ধন দিতে নথিতে ফাইল তোলা হয়েছে। সংশ্লিষ্ট শাখার কার্যক্রম বা স্বাক্ষর হয়েছে রোববার। সোমবার কমিশনের অনুমোদনের জন্য ফাইল কমিশনের কাছে পাঠানো হবে। তবে কমিশন চাইলে শাখার প্রস্তাবে সংযোজন-বিয়োজন করতে পারবে। মূলত কমিশনের চূড়ান্ত অনুমোদনের পর গণবিজ্ঞপ্তি জারি করা হবে। এরপর আপত্তির বিষয়ে শুনানির জন্য ১৫ দিন সময় দেয়া হবে। এরপর প্রতিক নির্ধারণ করে চূড়ান্ত তালিকা জানিয়ে গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন।

বিজ্ঞাপন

আরও জানা গেছে, মোট ৬টি দলের নিবন্ধনের জন্য কমিশনের কাছে নথিতে ফাইল তোলা হয়েছে। ১০টি দলের বিষয়ে পুনঃতদন্ত করা হবে এবং বাকি ৬টি দলের আবেদন বাতিল করা হয়েছে। এই ১০টি দলের মধ্যে ৯টির মাঠ পর্যায়ে পুনঃতদন্ত এবং একটি দলের পুনঃতদন্তের দায়িত্ব দেওয়া হতে পারে নির্বাচন কমিশনের এক জেষ্ঠ কর্মকর্তাকে।

এর আগে, নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব আলী নেওয়াজ গত ১৪ ও ১৫ সেপ্টেম্বর দুটি দল ছাড়া ২০টি দলের শুনানি করেছেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দল নিবন্ধনের আবেদন আহ্বান করে ইসি। এতে ১৪৩টি নতুন রাজনৈতিক দল নিবন্ধন চেয়ে আবেদন করেছিল। প্রথম দফায় কোনো দলই শর্ত পূরণ না করায় সকলকেই সময় দিয়ে ঘাটতি পূরণ করতে বলা হয়েছিল। তবে জাতীয় নাগরিক পার্টিসহ ৮৪টি দল সাড়া দিলেও অন্যরা সাড়া দেয়নি। ৮৪টির মধ্যে আবার ৬২টি দল তথ্য জমা দিয়েও শর্ত পূরণ করতে পারেনি। তাই বর্তমানে জাতীয় নাগরিক পার্টিসহ ২২টি দলের মাঠ পর্যায়ে তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে শুনানি করা হচ্ছে।

যে ২২টি দলের মাঠ পর্যায়ে তদন্ত করা হয়েছে, সেগুলো হলো—
ফরোয়ার্ড পার্টি, আমজনতার দল, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি), বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি), বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), মৌলিক বাংলা, বাংলাদেশ জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টি, জাতীয় জনতা পার্টি, জনতার দল, জনতা পার্টি বাংলাদেশ, বাংলাদেশ আম জনগণ পার্টি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ জাতীয় লীগ, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী), জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-শাহজাহান সিরাজ), জমিয়তে উলামায়ে ইসলাম ও নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ বেকার সমাজ (বাবেস), বাংলাদেশ সলিউশন পার্টি এবং নতুন বাংলাদেশ পার্টি।

সারাবাংলা/এনএল/এমপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচন কমিশন

বিজ্ঞাপন

শরতের সাদা স্বপ্নে ভেসে ওঠে নগরবাসী
২২ সেপ্টেম্বর ২০২৫ ১৫:২৯

আরো

সম্পর্কিত খবর