Saturday 11 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমাদের সেফ এক্সিটের প্রয়োজন নেই: আসিফ নজরুল

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ অক্টোবর ২০২৫ ১২:৪৭ | আপডেট: ১১ অক্টোবর ২০২৫ ১৪:২০

রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ-২০২৫’ বিষয়ক জাতীয় পরামর্শ সভা।

ঢাকা: আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, অনেকে সেফ এক্সিটের কথা বলছেন। আমি বলি, উপদেষ্টা হিসেবে আমাদের সেফ এক্সিটের প্রয়োজন নেই। তবে ভয়াবহ রাষ্ট্রকাঠামো থেকে এই জাতির সেফ এক্সিট হওয়া প্রয়োজন।

শনিবার (১১ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ-২০২৫’ বিষয়ক জাতীয় পরামর্শ সভায় তিনি এ মন্তব্য করেন।

আসিফ নজরুল বলেন, ‘আপনারা জানেন, এখন সেফ এক্সিট নিয়ে নানা আলোচনা চলছে। আমরা উপদেষ্টারা খুব নিশ্চিতভাবে জানি—আমাদের কারও সেফ এক্সিটের প্রয়োজন নেই। গত ৫৫ বছরে আমরা যে দুঃশাসন, বিচারবহির্ভূত হত্যা ও ব্যাংক লুটের মাধ্যমে জনগণের আমানত লোপাট হতে দেখেছি—এই ভয়াবহ, অসুস্থ, আত্মধ্বংসী রাষ্ট্রকাঠামো থেকেই আমাদের সেফ এক্সিট দরকার।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘ভালো আইন করা মানেই দেশটা পাল্টে যাবে—এটা আশা করার বয়স আমার নাই। আইন প্রণয়নে ব্যর্থতা কম, কিন্তু প্রতিষ্ঠান গঠনে আমাদের ব্যর্থতা সীমাহীন। কারণ, এই ক্ষেত্রে অনেক সীমাবদ্ধতা রয়েছে।’

রাষ্ট্রপতি কখনও স্বাধীনভাবে প্রধান বিচারপতি নিয়োগ দেননি উল্লেখ করে আসিফ নজরুল বলেন, ‘সবসময় প্রধানমন্ত্রীর ইচ্ছায় এ নিয়োগ হয়েছে। ভালো আইন একটি ভিত্তি, কিন্তু এর ওপর অতিরিক্ত আশা রাখার কিছু নেই। আশা করব, হিউম্যান রাইটস কমিশনের আইনটি যেন সত্যিকারের একটি শক্তিশালী প্রতিষ্ঠানে রূপ নেয়।’

তিনি বলেন, ‘কিছু প্রতিষ্ঠানকে অত্যন্ত শক্তিশালী হিসেবে গড়ে তুলতে হবে—বিশেষ করে উচ্চ আদালত ও সংসদীয় কমিটি। পাশাপাশি মানবাধিকার কমিশনকেও শক্তভাবে দাঁড় করাতে হবে।’

সভায় উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত ও শিল্পবিষয়ক উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানিসম্পদবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা।

সারাবাংলা/এমএমএইচ/এমপি

আসিফ নজরুল সেফ এক্সিট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর