ঢাকা: জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) আবারও প্রতীক বাছাইয়ের জন্য চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৯ অক্টোবরের মধ্যে তফসিলভুক্ত তালিকা থেকে দলটি প্রতীক না জানালে, কমিশন নিজস্ব পদ্ধতিতে এনসিপিকে প্রতীক বরাদ্দ করবে বলে জানিয়েছেন ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ।
মঙ্গলবার (১৪ অক্টোবর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
ইসি সচিব বলেন, ‘‘তালিকায় না থাকায় ‘শাপলা’ প্রতীক বরাদ্দ দেওয়া যায়নি। কমিশনের অবস্থান আগের মতোই আছে— তালিকায় শাপলা অন্তর্ভুক্ত করার প্রয়োজন নেই। ১৯ অক্টোবরের মধ্যে দলটিকে নির্ধারিত তালিকা থেকে প্রতীক বেছে জানাতে বলা হয়েছে। সময়সীমার মধ্যে না জানালে ইসি নিজস্ব পদ্ধতিতে প্রতীক নির্ধারণ করবে।”
এনসিপি এরই মধ্যে জানিয়েছে, তারা ‘শাপলা’ প্রতীক ছাড়া নিবন্ধন নেবে না। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ইসি সচিব বলেন, “এটা তাদের বিষয়। সময়ের ব্যাপার— সময়ে দেখা যাবে।”
দল প্রতীক না জানালে ‘নিজস্ব পদ্ধতিতে প্রতীক বরাদ্দ’ বলতে কী বোঝানো হয়েছে— সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি তিনি।
এ সময় আরও দুটি দলের বাইরে ১২টি দলের নিবন্ধনের তথ্য পুনঃযাচাই চলছে বলেও জানান ইসি সচিব।
তিনি বলেন, ‘কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ে তথ্য অনুসন্ধান চলছে। আগামী সপ্তাহে যাচাই শেষে কোন কোন দল নিবন্ধন পাবে তা চূড়ান্ত করা হবে।’