Wednesday 17 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসির প্রতীক তালিকায় ‘শাপলা কলি’, গেজেট প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ অক্টোবর ২০২৫ ১৬:২৬ | আপডেট: ৩০ অক্টোবর ২০২৫ ১৮:৪৯

ঢাকা: নির্বাচন কমিশন (ইসি) নতুন প্রতীকের তালিকায় ‘শাপলা কলি’ অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করেছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ইসি সচিব আখতার আহমেদ এই গেজেট প্রকাশ করেন।

প্রকাশিত প্রজ্ঞাপনে দেখা গেছে, নতুন তালিকায় মোট ১১৯টি প্রতীক রয়েছে। ‘শাপলা কলি’ যুক্ত করা হয়েছে ১০২ নম্বরে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, Representation of the People Order, 1972 (President’s Order no. 155 of 1972) এর Article 94 অনুযায়ী ইসি ‘নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮’ সংশোধন করেছে।

এর আগে, ২৭ অক্টোবর ইসির সিনিয়র সচিব জানান, বিধিমালায় না থাকার কারণে শাপলা প্রতীক জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) দেওয়া হচ্ছিল না। তবে দলটির অনুরোধ এবং বৈঠকের পর নতুন তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

গেজেট অনুযায়ী, স্থগিত প্রতীক ছাড়া অন্য সব প্রতীক প্রার্থীদের প্রাপ্যতা অনুসারে বরাদ্দ দেওয়া যাবে। তালিকায় রয়েছে আপেল, আম, একতারা, ঘোড়া, টেলিভিশন, নৌকা, ধানের শীষ, রেল ইঞ্জিন, বাইসাইকেল, হাতি, সূর্যমুখীসহ জনপ্রিয় প্রতীক।

আগের ২৪ সেপ্টেম্বরের এস.আর.ও. নং ৩৮১-আইন/২০২৫ বাতিল করা হয়েছে এবং নতুন তালিকাটি কার্যকর হয়েছে। ইসি সূত্রে জানা গেছে, তালিকা হালনাগাদ করা হয়েছে নির্বাচনি পরিবেশ আধুনিক করার অংশ হিসেবে।

‘শাপলা কলি’ এবার প্রথমবার যুক্ত হয়েছে এবং এটি শান্তি, সৌন্দর্য ও ঐক্যের প্রতীক হিসেবে বিবেচিত।

সারাবাংলা/এনএল/এমপি
বিজ্ঞাপন

ডু নট ডিস্টার্ব!
১৭ ডিসেম্বর ২০২৫ ১৭:৫০

আরো

সম্পর্কিত খবর