Wednesday 05 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রবাসী ভোটার আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ ইসির

স্টাফ করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২৫ ১৯:০২ | আপডেট: ৫ নভেম্বর ২০২৫ ২০:০০

বাংলাদেশ নির্বাচন কমিশন। ফাইল ছবি

ঢাকা: প্রবাসে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিবন্ধনের জন্য দাখিল করা আবেদন দ্রুত তদন্ত ও নিষ্পত্তির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (৫ নভেম্বর) ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) খান আবি শাহানুর খানের সই করা চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়।

চিঠিতে জানানো হয়েছে, গত ৩১ অক্টোবর পর্যন্ত প্রবাসীদের দাখিল করা ভোটার নিবন্ধন আবেদনগুলোর তদন্ত প্রতিবেদন ৬ নভেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে। যেসব প্রবাসীর বায়োমেট্রিক কার্যক্রম শেষ হয়েছে, তাদের আবেদন CMS পোর্টালের NRB মেনুতে পাওয়া যাবে। উপজেলা, থানা বা রেজিস্ট্রেশন কর্মকর্তারা আবেদন ফরম ও সংযুক্ত দলিলাদি প্রিন্ট করে সরেজমিন তদন্ত করবেন। তদন্ত শেষে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে ছক মোতাবেক প্রতিবেদন পাঠাতে হবে এনআইডি মহাপরিচালকের কাছে।

বিজ্ঞাপন

এছাড়া, ১ সেপ্টেম্বরের পর দাখিল করা কোনো আবেদনের সঙ্গে ডকুমেন্ট না থাকলে তা বাতিল না করে শুধু প্রতিবেদনে ‘ডকুমেন্ট সংযুক্ত নেই’ মর্মে উল্লেখ করার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তীতে ডকুমেন্ট জমা পড়লে সেই আবেদন তদন্ত করা হবে।

সারাবাংলা/এনএল/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর