ঢাকা: আসন্ন জাতীয় নির্বাচনের আগে প্রযুক্তিগত সুরক্ষা নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য বিশেষজ্ঞদের সহায়তায় ইলেকশন ম্যানেজমেন্ট সিস্টেম (ইএমএস) ও সংশ্লিষ্ট অ্যাপসহ সব প্রযুক্তিগত অবকাঠামোতে কোনো ত্রুটি থাকলে তা দ্রুত শনাক্ত ও সমাধানের নির্দেশ দিয়েছে কমিশন।
শনিবার (৮ নভেম্বর) ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, নির্বাচন কমিশন বর্তমানে ইএমএস, রেজাল্ট ম্যানেজমেন্ট সিস্টেম, কার্ড ম্যানেজমেন্ট সিস্টেমসহ একাধিক সফটওয়্যার ব্যবহার করছে। এছাড়া পোস্টাল ভোটের জন্য আলাদা একটি সিস্টেম ও মোবাইল অ্যাপ তৈরি করা হচ্ছে।
কমিশনের নির্দেশনায় বলা হয়েছে, এসব সিস্টেমে প্রশাসনিক ও প্রযুক্তিগত সব কার্যক্রম সম্পন্ন করে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা একটি সংক্ষিপ্ত প্রতিবেদন আকারে সিনিয়র সচিব বা প্রতিষ্ঠান প্রধানের কাছে উপস্থাপন করবেন। এরপর সুরক্ষা যাচাই সম্পন্ন করে চূড়ান্ত অনুমোদন নিতে হবে।
ইসি কর্মকর্তারা জানান, তফসিল ঘোষণার আগেই নির্বাচনী কার্যক্রমে ব্যবহৃত সব প্রযুক্তিগত সাপোর্ট সিস্টেম প্রস্তুত ও সুরক্ষিত রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।