Thursday 13 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আরও ১২ দলের সঙ্গে ইসির সংলাপ ১৬ নভেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ নভেম্বর ২০২৫ ১৬:১৭ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৫ ১৭:১৭

বাংলাদেশ নির্বাচন কমিশন। ফাইল ছবি

ঢাকা: আগামী রোববার (১৬ নভেম্বর) আরও ১২টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওইদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গণফোরাম, গণফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) এবং বাংলাদেশ জাতীয় পার্টির সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে।

এছাড়া দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশ ন্যাপ, তৃণমূল বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশ–এর সঙ্গে সংলাপ করবে ইসি।

বিজ্ঞাপন

এর আগে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) প্রথম ধাপে ১২টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু করে নির্বাচন কমিশন। পর্যায়ক্রমে নভেম্বর মাসজুড়েই নিবন্ধিত সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ চালিয়ে যাবে ইসি।

সারাবাংলা/এনএল/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর