ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৮১টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার সঙ্গে আগামী মঙ্গলবার (২৫ নভেম্বর) সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (২৩ নভেম্বর) দুপুরে ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি জানান, ৮১টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে সংলাপে ডাকছে ইসি। সংলাপ হবে ২৫ নভেম্বর (মঙ্গলবার)। এদিন সকাল ও বিকেল দুই ভাগে ৮১টি সংস্থায় এ সংলাপ অনুষ্ঠিত হবে।
জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্বচ্ছ ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে পর্যবেক্ষক সংস্থাগুলোর মতামত জানতে চায় কমিশন।
এরইমধ্যে কমিশন সুশীল সমাজ, নারী নেত্রী, বিশেষজ্ঞ, রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেছে।