Tuesday 25 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৯ নভেম্বর ইসির ‘মক ভোটিং’

‎স্টাফ করেসপন্ডেন্ট
২৫ নভেম্বর ২০২৫ ১৩:২৮

বাংলাদেশ নির্বাচন কমিশন। ফাইল ছবি

ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাস্তবিক অভিজ্ঞতা অর্জনে মক ভোটিংয়ের আয়োজন করছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (২৯ নভেম্বর) শেরেবাংলা নগর সরকারি উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন শ্রেণির ভোটার এই অনুশীলনে অংশ নেবেন।

‎মঙ্গলবার (২৫ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী শনিবার সব ধরনের ভোটারদের নিয়ে শেরেবাংলা নগর সরকারি উচ্চ বিদ্যালয়ে মক ভোটিং হবে। মক ভোটিংয়ে একজন ভোটার ভোটকেন্দ্রে কী ধরনের সমস্যার সম্মুখীন হন, একজন ভোটারের ভোট দিতে কত সময়ের প্রয়োজন হবে, ভোটকেন্দ্রের ব্যবস্থাপনায় কী ধরনের পদক্ষেপ নেওয়া দরকার-এসব বিষয় স্বচক্ষে দেখবেন নির্বাচন কমিশনাররা।

‎এতে, নিয়ম অনুযায়ী ভোটাররা লাইন ধরে ভোটও দেবেন। শুধু থাকবে না রাজনৈতিক দল বা প্রার্থীর নাম ও প্রতীক।

‎উল্লেখ্য, নির্বাচনের নিয়ম অনুযায়ী, ভোটগ্রহণ থেকে শুরু করে ফলাফল প্রকাশ পর্যন্ত সব আনুষ্ঠানিকতা থাকবে মক ভোটিংয়ে।‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

২৯ নভেম্বর ইসির ‘মক ভোটিং’
২৫ নভেম্বর ২০২৫ ১৩:২৮

আরো

সম্পর্কিত খবর