Wednesday 03 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রীলঙ্কায় জরুরি মানবিক সহায়তা পাঠাল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৩ ডিসেম্বর ২০২৫ ১৭:৪৮

বাংলাদেশ বিমানবাহিনীর একটি পরিবহন বিমান ত্রাণসামগ্রী নিয়ে শ্রীলঙ্কার বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে।

ঢাকা: ঘূর্ণিঝড় ডিটওয়াহর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির পর শ্রীলঙ্কায় জরুরি ত্রাণসামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ। বুধবার (৩ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয় এবং সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে বুধবার দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি পরিবহন বিমান ত্রাণসামগ্রী নিয়ে শ্রীলঙ্কার বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে।

ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ ও ভয়াবহ বন্যায় দেশটিতে এখন পর্যন্ত ৪৬৫ জনের মৃত্যু হয়েছে। বহু মানুষ নিখোঁজ রয়েছেন। এখনও অনেক এলাকা বন্যার পানিতে ডুবে আছে। এই পরিস্থিতিতে শ্রীলঙ্কা সরকার জরুরি অবস্থা জারি করে আঞ্চলিক ও আন্তর্জাতিক সহায়তা চেয়ে আবেদন জানায়।

বিজ্ঞাপন

এরই ধারাবাহিকতায় শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয় কলম্বোস্থ বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে খাদ্য, ওষুধ ও অন্যান্য ত্রাণসামগ্রী পাঠানোর অনুরোধ জানায়। বাংলাদেশের প্রধান উপদেষ্টা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আন্দালিব ইলিয়াস ত্রাণসামগ্রীগুলো দেশটির কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। পাঠানো ত্রাণের মধ্যে রয়েছে তাবু, চাল, শুকনো খাবার, মশারি, টর্চলাইট, গামবুট, ভেস্ট, হ্যান্ডগ্লোভস, রেসকিউ হেলমেট ও প্রয়োজনীয় ওষুধ।

বাংলাদেশের দ্রুত মানবিক সহায়তার জন্য শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তিনি বলেন, ‘দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের দীর্ঘ অভিজ্ঞতা প্রশংসনীয় এবং ভবিষ্যতেও শ্রীলঙ্কা এ ক্ষেত্রে বাংলাদেশের সহযোগিতা কামনা করে।’

বিজ্ঞাপন

মোবাইল কিবোর্ডে বাঁচান সময়
৩ ডিসেম্বর ২০২৫ ১৭:২৮

আরো

সম্পর্কিত খবর