Thursday 04 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাকরি প্রত্যাশীদের অর্থ লেনদেন থেকে বিরত থাকতে নির্দেশ ইউজিসির

ঢাবি করেসপন্ডেন্ট
৪ ডিসেম্বর ২০২৫ ১৩:৩৫

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ফাইল ছবি

ঢাকা: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) নবম গ্রেডের বিভিন্ন পদের বাছাই পরীক্ষা ৫, ৬ ও ১৯ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে। নিয়োগ পরীক্ষায় সম্পূর্ণভাবে মেধা ও যোগ্যতার ভিত্তিতেই প্রার্থী নির্বাচন করা হবে জানিয়ে অর্থ লেনদেন বা অন্য কোনো অনৈতিক উপায়ে চাকরি পাওয়ার প্রলোভনে না পড়ার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে ইউজিসির এক বিজ্ঞপ্তিতে পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থী ও তাদের অভিভাবকদের প্রতি এই সতর্কতা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চাকরি দেওয়ার নামে অর্থ লেনদেন বা কোনো অনৈতিক ও দুর্নীতিমূলক কার্যক্রমে জড়িত থাকলে এর দায়ভার ইউজিসি বহন করবে না। এ সংক্রান্ত কোনো তথ্য জানা গেলে তাৎক্ষণিকভাবে আইন-শৃঙ্খলা বাহিনী অথবা ইউজিসিকে জানাতে অনুরোধ করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর