ঢাকা: পুলিশ কমিশন অধ্যাদেশ জনগণের সেবার লক্ষ্যে প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আইন নিয়ে সংশ্লিষ্ট বাহিনীগুলোর কোনো আপত্তি থাকলে তারা তা জানাতে পারে। পাশাপাশি নির্বাচনকে সামনে রেখে ভারি অস্ত্র উদ্ধারের চলমান অভিযানে সরকারের কোনো ব্যর্থতা নেই বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার (৫ ডিসেম্বর) নারায়ণগঞ্জের পূর্বাচলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। এ সময় বাছাইকৃত ২২ জন ভলান্টিয়ারকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
স্বেচ্ছাসেবকদের প্রশংসা করে তিনি বলেন, আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস হলো স্বেচ্ছাসেবাকে উৎসাহিত করা, তাদের অবদানকে স্বীকৃতি দেওয়া এবং সুসংগঠিত করার সুযোগ। বিশ্বের সকল দেশের ভলান্টিয়ারদের প্রতি তিনি ধন্যবাদ জানান।
দুর্যোগ ব্যবস্থাপনায় স্বেচ্ছাসেবকদের গুরুত্ব তুলে ধরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “পেশাদার বাহিনীর সঙ্গে কাজ করে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এজন্য প্রশিক্ষণের বিকল্প নেই।” ভূমিকম্পসহ বড় ধরনের দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও নিয়মিত প্রশিক্ষণের ওপর তিনি জোর দেন।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ফায়ার সার্ভিসের উচ্চপর্যায়ের কর্মকর্তা এবং দুই শতাধিক স্বেচ্ছাসেবক অংশ নেন।