Sunday 25 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রবাসী ভোটার নিবন্ধন
সৌদিসহ ৭ দেশের ঠিকানা সংশোধনের সময় বেড়েছে

স্টাফ করেসপন্ডেন্ট
৯ ডিসেম্বর ২০২৫ ১৭:৫৭ | আপডেট: ৯ ডিসেম্বর ২০২৫ ১৯:১৩

ঢাকা: প্রবাসী ভোটারদের ঠিকানা ভুল থাকলে তা সংশোধনের জন্য অতিরিক্ত সময় দেওয়া হয়েছে সৌদি আরবসহ সাতটি দেশে। এসব দেশ হলো: সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, ওমান, কুয়েত ও বাহরাইন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান।

তিনি বলেন, মোবাইল অ্যাপের মাধ্যমে বৈদেশিক ঠিকানা সংশোধনের সময়সীমা প্রবাসী ভোটারদের অনুরোধে শুধুমাত্র সৌদি আরবসহ সাতটি দেশের জন্য ১৪ ডিসেম্বর সকাল ৯টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। অন্য দেশের নিবন্ধিত ভোটাররা আজ থেকে ঠিকানা সংশোধন করতে পারবেন না।

ইসির সংশ্লিষ্ট শাখার এক কর্মকর্তা জানান, গত ১৯ নভেম্বর থেকে বিভিন্ন দেশে বসবাসকারীদের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে এবং ২৫ ডিসেম্বর পর্যন্ত চলবে। এর মধ্যে তফসিল ঘোষণার দিন থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত ভোটের কাজে নিয়োজিত সরকারি কর্মকর্তা-কর্মচারী ও আইনি হেফাজতে থাকা ব্যক্তিদের নিবন্ধন কার্যক্রম পরিচালিত হবে। তবে যারা ভোটের সঙ্গে সরাসরি যুক্ত থাকবেন, তাদের নিবন্ধন আরও কিছুদিন পরে শুরু হবে।

বিজ্ঞাপন

এখন পর্যন্ত বিভিন্ন দেশ থেকে প্রায় তিন লাখ প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন।

সারাবাংলা/এনএল/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর