Tuesday 09 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ ডিসেম্বর ২০২৫ ১৮:৫৪ | আপডেট: ৯ ডিসেম্বর ২০২৫ ২০:০৮

ঢাকা: জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন জনসাধারণের অবগতির জন্য উন্মুক্ত করা হয়েছে। ৮ খণ্ডে প্রকাশিত এই বিস্তৃত প্রতিবেদনে রয়েছে— কমিশনের সুপারিশ, জুলাই জাতীয় সনদ, ঐকমত্য গঠন প্রক্রিয়ার সময় রাজনৈতিক দল ও জোটগুলোর মতামত, দলগুলোর সঙ্গে অনুষ্ঠিত আলোচনার সারসংক্ষেপ, কমিশনের নথিপত্র এবং পরিচালিত জনমত জরিপের ফলাফল।

প্রতিবেদনের সব খণ্ড প্রকাশ করা হয়েছে ওয়েবসাইটে

মঙ্গলবার (৯ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় ঐকমত্য কমিশন ছাড়াও এর আগে ও পরে গঠিত মোট ১১টি সংস্কার কমিশনের সব প্রতিবেদনও একই ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর গত বছরের অক্টোবর থেকে ধাপে ধাপে ১১টি সংস্কার কমিশন গঠন করা হয়। প্রথম ধাপে গঠিত ছয়টি কমিশনের কার্যক্রম শেষ হওয়ার প্রাক্কালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সভাপতি এবং সংবিধান সংস্কার কমিশনের প্রধান প্রফেসর আলী রীয়াজকে সহ-সভাপতি করে গঠন করা হয় জাতীয় ঐকমত্য কমিশন। অপর পাঁচ কমিশনের প্রধানদের সদস্য করা হয়। পরবর্তীতে বিচার বিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধানরা অপারগতা জানালে উভয় কমিশনের জ্যেষ্ঠ সদস্যদের জাতীয় ঐকমত্য কমিশনে অন্তর্ভুক্ত করা হয়।

চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি কমিশনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। রাজনৈতিক দল ও নাগরিক সমাজের সঙ্গে ধারাবাহিক আলোচনা শেষে ৩১ জুলাইয়ের মধ্যে চূড়ান্ত করা হয় জুলাই জাতীয় সনদ ২০২৫। পরে ১৭ অক্টোবর রাজনৈতিক দলসমূহ আনুষ্ঠানিকভাবে সনদে সই করে। এরমধ্যেই কমিশনের সুপারিশের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন (সংবিধান) আদেশ’ জারি করেছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর