Sunday 28 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনআইডির স্মার্ট কার্ড পেলেন তারেক রহমান

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ ডিসেম্বর ২০২৫ ১৯:৪৪ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৫ ২১:১৬

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) স্মার্ট কার্ড পেয়েছেন।

রোববার (২৮ ডিসেম্বর) জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের মহাপরিচালক এস এম হুমায়ুন কবীর সারাবাংলাকে এ তথ্য জানান। তিনি বলেন, ‘তারেক রহমান কেন পাবেন না। গতকাল (২৭ ডিসেম্বর) উনি জাতীয় পরিচয়পত্রে নিবন্ধন করেন। এর পর ওনার এনআইডি নম্বর পড়ার পর আজ স্মার্টকার্ড প্রিন্ট করা হয়েছে। এরই মধ্যে তিনি স্মার্টকার্ড পেয়েও গেছেন।’

একই দিন ইসির জনসংযোগ কর্মকর্তা রুহুল আমিন মল্লিক সাংবাদিকদের জানান, তারেক রহমানের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টি নির্বাচন কমিশন কর্তৃক অনুমোদিত হয়েছে। গুলশানের ঢাকা-১৭ সংসদীয় আসনের ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হয়েছেন তিনি।

বিজ্ঞাপন

এরআগে, গতকাল শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে নির্বাচন কমিশনের প্রশিক্ষণ ভবনে এসে জাতীয় পরিচয়পত্রের সকল কার্যক্রম সম্পন্ন করে যান তিনি। একই সময় তার কন্যা জাইমা রহমানও এনআইডির জন্য সব কার্যক্রম সম্পন্ন করেন।

উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশের ফেরেন তারেক রহমান। এরপর থেকে নানা কর্মসূচি পালন করে যাচ্ছেন তিনি।

সারাবাংলা/এনএল/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর