ঢাকা: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোক শুক্রবার (২ জানুয়ারি) শেষ হচ্ছে।
বুধবার (৩১ ডিসেম্বর) থেকে এ শোক পালন শুরু হয়।
রাষ্ট্রীয় শোক কর্মসূচির অংশ হিসেবে আজ দেশের সব মসজিদে বাদ জুমা বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। একই সঙ্গে অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।
শোক পালন উপলক্ষ্যে আজও দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতেও একই কর্মসূচি পালিত হচ্ছে।
উল্লেখ্য, এভারকেয়ার হাসপাতালে ৩৭ দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। গত ২৩ নভেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
বুধবার (৩১ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবন এলাকায় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে জিয়া উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়। জানাজায় দেশের বিভিন্ন শ্রেণি-পেশার লাখো মানুষ অংশ নেন।