Monday 05 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩ কারণে সারাদেশে শুরু হচ্ছে যৌথবাহিনীর অভিযান

স্পেশাল‌ করেসপন্ডেন্ট
৪ জানুয়ারি ২০২৬ ২২:৪৯ | আপডেট: ৫ জানুয়ারি ২০২৬ ০৩:২৬

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। ফাইল ছবি

ঢাকা: নির্বাচনকে সামনে রেখে তিন কারণে সারাদেশে শুরু হচ্ছে যৌথবাহিনীর অভিযান বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

রোববার (৪ ডিসেম্বর) কক্সবাজারে জেলা প্রশাসন আয়োজিত এক সভায় তিনি এই আগাম তথ্য জানান।

তিনি আশা প্রকাশ করে জানান, আজকের মধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্র জারি হয়ে যাবে। সেই পরিপত্রে উল্লেখযোগ্য বিষয়গুলো তিনি তুলে ধরেন।

তিনি বলেন, ‘এখন থেকে যৌথবাহিনীর অপারেশন শুরু হবে সারাদেশে। সকল বাহিনী প্রধানদেরকে নিয়ে নির্বাচন কমিশনে এরইমধ্যে মিটিং হয়েছে। এ বিষয়ে সকল হেডকোয়ার্টার অবগত।’

তিনি আরও বলেন, ‘যৌথবাহিনীর অভিযানের মূল লক্ষ্য হবে তিনটি। এক. নির্বাচন সামনে রেখে যে অবৈধ অস্ত্রের সরবরাহ আছে, সেগুলো উদ্ধার করা। যেগুলোকে উদ্ধার করা সম্ভব না, সেগুলো যেন কোনো অপকর্মে ব্যবহৃত না হয়।’

বিজ্ঞাপন

কমিশনার সানাউল্লাহ বলেন, ‘দুই নম্বর বিষয় হচ্ছে চিহ্নিত সন্ত্রাসীদেরকে গ্রেফতার এবং আইনের আওতায় নিয়ে আসা। আর তিনে, নির্বাচনকেন্দ্রিক দল এবং প্রার্থীর যে আচরণবিধি আছে, সেই আচরণবিধির বড় কোনো ব্যত্যয় ঘটলে তা যৌথবাহিনী দেখবে।’ ছোটখাটো ব্যত্যয় রুটিন যেসব কমিটি আছে তারা দেখবে বলেও জানান তিনি।

রেহিঙ্গাদের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক করেন ইসি সানাউল্লাহ। তিনি বলেন, ‘ক্যাম্পগুলো সিল করে দিতে হবে। স্থল সীমান্ত ও সাগরপথেও নজরদারি বাড়াতে হবে। যাতে কোনোভাবেই দুষ্কৃতিকারীরা এগুলো ব্যবহার করে অপরাধ সংঘটিত করতে না পারে।’

সারাবাংলা/ইউজে/এইচআই
বিজ্ঞাপন

তিন দিন পর পুঁজিবাজারে দরপতন
৫ জানুয়ারি ২০২৬ ১৬:১৮

আরো

সম্পর্কিত খবর