Wednesday 07 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পোস্টাল ব্যালেটে নিবন্ধনের সময় শেষ, ১৫ লাখের বেশি নিবন্ধিত

স্টাফ করেসপন্ডেন্ট
৬ জানুয়ারি ২০২৬ ১২:২১ | আপডেট: ৬ জানুয়ারি ২০২৬ ১৩:৫৮

ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য দেশে ও বিদেশে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন ভোটার নিবন্ধন করেছেন। সোমবার (৫ জানুয়ারি) অ্যাপের মাধ্যমে এই নিবন্ধনের সময়সীমা শেষ হয়েছে।

‎মঙ্গলবার (৬ জানুয়ারি) প্রবাসী ভোটারদের নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য জানান।

‎‎প্রথমবারের মতো ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের উদ্বোধন হয় ১৮ নভেম্বর। এরপর থেকে নিবন্ধন চালু হয়। আর তফসিল ঘোষণার পর দেশে নিবন্ধন শুরু হয়। এ নিবন্ধনের সময় শেষ হয়েছে সোমবার রাত ১১ টা ৫৯ মিনিটে।

‎‎ইসির প্রকল্পের টিম লিডার জানান, প্রবাসে ও দেশে পোস্টাল ব্যালটে ভোট দিতে যারা নিবন্ধিত হয়েছেন তাদের মধ্যে দেশের ৭ লাখ ৬১ হাজার ১৪০ জন; বাকি ৭ লাখ ৭২ হাজার ৫৪২ জন হলেন প্রবাসী বাংলাদেশী।

বিজ্ঞাপন

‎‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী বাংলাদেশি ভোটারের পাশাপাশি দেশের ভেতরে তিন ধরনের ব্যক্তি নিবন্ধন করছেন। নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ব্যক্তি, নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী ও আইনি হেফাজতে (কারাগারে) থাকা ভোটাররা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন।

‎২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ হওয়ার পরই যার যার আসনের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন নিবন্ধিত ভোটাররা এবং পরদিন থেকেই ফিরতি ডাক পাঠানো যাবে। ডিজিটাল প্লাটফর্ম থেকে আসনভিত্তিক প্রার্থী তালিকা, নাম ও প্রতীক দেখে ‘টিক’ চিহ্ন দিয়ে ভোট দেবেন পোস্টাল ব্যালটে।

আর দ্রুত সময়ে ভোট দিয়ে ব্যালট ফেরত পাঠাতে হবে। ১২ ফেব্রুয়ারির আগে উপযুক্ত সময়ের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যালট না পৌঁছালে গণনায় নেওয়া হবে না।

ভোটের গোপনীয়তা রক্ষায় তাগিদ দিয়েছে নির্বাচন কমিশন। ভোট দেওয়ার পর পোস্টাল ব্যালটের ছবি বা ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করা ‘দণ্ডনীয় অপরাধ’, এর জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) স্থগিত করা হতে পারে।

‎এদিকে নিবন্ধিতদের সাত ভাগের এক ভাগ নারী। পোস্টাল ভোটিংয়ে চূড়ান্ত নিবন্ধিতদের মধ্যে পুরুষ ১২ লাখ ৮১ হাজার ৪৩৪ জন, আর মহিলা ২ লাখ ৫২ হাজার ২৪৬ জন।

‎মোট ১২৩টি দেশ থেকে প্রবাসীরা নিবন্ধন করেছেন। এরমধ্যে সর্বোচ্চসংখ্যক সৌদি আরব থেকে নিবন্ধন করেছেন ২ লাখ ৩৯ হাজার ১৮৬ জন।

‎৩০০ আসনের মধ্যে নিবন্ধনে ফেনী-৩ আসনে সর্বোচ্চ ১৬ হাজার ৯০ জন পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধিত হন। ‎প্রবাসে থেকে ৬৪ জেলার মধ্যে কুমিল্লা জেলার বাসিন্দা ১ লাখ ১২ হাজার ৯০ জন নিবন্ধিত হয়েছেন।

‎‎দেশের ভেতরে নিবন্ধিত ভোটারদের মধ্যে সরকারি চাকরিজীবী ৫ লাখ ৭৫ হাজার ২০০ জন। নির্বাচনি দায়িত্বপ্রাপ্ত ১ লাখ ৬৯ হাজার ৬৪২ জন। আনসার ভিডিপি ১০ হাজার ১০ জন। আর কারাগার থেকে ভোট দিতে নিবন্ধন করেছেন ৬ হাজার ২৮৩ জন।

‎তফসিল অনুযায়ী, ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত চলবে আপিল আবেদন। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোট গ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর