Saturday 10 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় নির্বাচন নিয়ে কেউ বিভ্রান্তি ছড়াচ্ছে না: আদিলুর রহমান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ জানুয়ারি ২০২৬ ১৮:২৯ | আপডেট: ৯ জানুয়ারি ২০২৬ ২০:০০

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান। ছবি: সংগৃহীত

সুনামগঞ্জ: সুনামগঞ্জে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান বলেছেন, নির্বাচন নিয়ে কেউ বিভ্রান্তি ছড়ায় না। যারা নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াবে তারা দেশ থেকে পালিয়ে গেছে। সুতরাং অন্য দেশ থেকে নানান কথা বলে কোনো লাভ হবে না।

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেডের কারখানা ও ছাতক সিমেন্ট ওয়েট প্রসেস টু ড্রাই প্রসেস রূপান্তরকরণ প্রকল্প পরিদর্শন শেষে দোয়ারাবাজার ফেরীঘাটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘জুলাই যোদ্ধারা বাংলাদেশের সূর্য সন্তান। জুলাই সংগ্রামের বাইরে যারা ছিল তাদের অনেকেই পালিয়ে গেছে। জুলাই যোদ্ধাদের নিরাপত্তা প্রাইম ইস্যু। বাংলাদেশ এই জুলাইয়ের কারণে স্বাধীন হয়েছে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘নির্বাচনের বিরুদ্ধে বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা যারা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি বলেন, ‘ভোটগ্রহণ নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। জুলাই সনদের কারণে বাংলাদেশের বদলে দেওয়ার জন্য যে গণভোটের ব্যবস্থা করা হচ্ছে, দেশবাসী সেই গণভোটে পরিবর্তনের পক্ষে রায় দিলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে।’

এ সময় উপস্থিত আরও ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর