Sunday 11 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির সমন্বয় সভা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট
১১ জানুয়ারি ২০২৬ ১০:৪০ | আপডেট: ১১ জানুয়ারি ২০২৬ ১৩:০৬

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা প্রস্তুতি নিয়ে সশস্ত্র বাহিনীসহ ১৬টি সংস্থার সঙ্গে সমন্বয় সভা শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ঢাকা: আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা প্রস্তুতি নিয়ে সশস্ত্র বাহিনীসহ ১৬টি সংস্থার সঙ্গে সমন্বয় সভা শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১১ জানুয়ারি) সকাল ৯টার পর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষ (কক্ষ নম্বর–৫২০) এ সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.)। সভায় ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ উপস্থিত রয়েছেন।

এর আগে শনিবার (১০ জানুয়ারি) ইসির উপসচিব মো. মনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সভার বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কার্যাবলীর সমন্বয় সাধনের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন

সভায় সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক, কোস্ট গার্ডের মহাপরিচালক, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) মহাপরিচালক, জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই), ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই), জাতীয় টেলিযোগাযোগ মনিটরিং সেন্টার (এনটিএমসি) এবং র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন।

বিজ্ঞাপন

দেখা দিলেন ভিন্ন এক রবিন হুড
১১ জানুয়ারি ২০২৬ ১৭:১৩

আরো

সম্পর্কিত খবর