Sunday 11 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দ্বিতীয় দিনের আপিল শুনানি
‎প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৮ জন

‎স্টাফ করেসপন্ডেন্ট
১১ জানুয়ারি ২০২৬ ১৮:৫৪ | আপডেট: ১২ জানুয়ারি ২০২৬ ০০:০৭

নির্বাচন কমিশনে দ্বিতীয় দিনের আপিল শুনানি চলছে। ছবি: সারাবাংলা

ঢাকা: ‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আজ দ্বিতীয় দিনের আপিল শুনানি শেষ হয়েছে। এতে আরও ৫৮ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন।

রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান।

এ নিয়ে দুই দিনে মোট ১৪০টি আপিলের ওপর শুনানি হলো, যার মধ্যে ১০৯টি আবেদন বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল করা হয়েছে ২২টি এবং ৯টি স্থগিত করা হয়েছে।

রুহুল আমিন মল্লিক জানান, বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির দ্বিতীয় দিনে ৫৮টি আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন। এদিন আপিল শুনানিতে সাতটি আবেদন নামঞ্জুর হয়েছে এবং ছয়টি আবেদন অপেক্ষমাণ রাখা হয়েছে।

বিজ্ঞাপন

‎এছাড়া, শনিবার অপেক্ষমাণ থাকা মুন্সীগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের আপিল আবেদনটি মঞ্জুর করেছে ইসি। ‎সব মিলিয়ে এখন পযন্ত বৈধ প্রার্থী বেড়ে দাঁড়িয়েছে ১৯৫০ জনে।

‎‎উল্লেখ্য, আগামীকাল সোমবার (১২ জানুয়ারি) ১৪১-২১০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে ইসিতে । এবার ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে। ১৭ জানুয়ারির মধ্যে সবগুলো আবেদনের শুনানি শেষ হওয়ার কথা রয়েছে।

‎সারাবাংলা/এনএল/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর